ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
তারপর কারে যেন জানিয়ে বিদায়
আকাশের সাদা মেঘ চারপাশের বাতাসে মি'লে গেল।
তারপর সবকিছুর শুরু হল।
ভোর হলে আলোর সাথে পাখির ডাকে কোন বিস্বাদ আর নাই।
সুর্য় নিভে যায় কিন্তু অন্ধকার যেন কারও
হাসির মতো।
মনে রক্তের চলন দেখে আমি পথ খোলা বাহিরে
চাঁদের আলো মাথায় বের হয়ে আসি।
প্রেমিকার ঘর দূর হয়ে আসে।
তার ঘুমন্ত শব্দ পেতে চাই,তার স্বপ্নে হাজির হযে
যাই । কল্পনা বিরাট হয়ে যায় মনের মতো।
তারপর সব থেমে গেলে
ঘরে এসে দেখি আমার শরীরটাকে
রেখেছিলাম বিছানায়,ভুলে। সে মরে গেছে!
নিজেকে একলা করে
প্রেমের কাছে যাওয়া আমার
ভুল ছিল সেইবার।
সেদিন ভোর হলে আলোর সাথে পাখির সুরে মিল ছিল।
বাতাসের সাথে সাদা মেঘ মিলেছিল প্রেয়সীর মতো।
খালি অভিমানে একলা পড়ে আছে সে আমার ঘর।
দিনের আলোতে তার বেদনার ভাব আসে।
ঘুমিয়ে ছিল অভিমান নিয়ে ।
গরমকালের সেই রাতে মারা গেছে একবার।
আমার মনের জন্য মনের মতো
শরীরটাকে সেই ঘরে আর পাওয়া যাবে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।