দুনিয়া জুড়ে মন খারাপের
যত কারন আছে,
সবই এসে দাঁড়িয়ে পড়ুক
আমার খুবই কাছে।
আমার সুখী আত্মাটাকে
করতে চাইলে পান,
সবার এসে জুটতে হবে
গাইতে হবে গান।
এমন সুখী আত্মা কোথাও
কেউ চাখেনি আগে,
জলদি করো নইলে পড়ে-
পড়বে তো কম ভাগে।
মন খারাপের কারনেরা সব,
কেউ রবেনা দূরে,
সবাই এসো, সবাই এসো,
আকাশ-বাতাস ফুঁড়ে।
আত্মা পানের পর,
মন খারেপের কারনেরা তুলল তুমুল ঝড়।
আত্মা পানে সুখী হয়ে
ছড়িয়ে সবার অন্তরে-
মন খারাপের কারনেরাও
মোহিত সুখের মন্তরে।
সবাই হল সুখী,
আমার সুখের সাধনাও তাই-
হল সূর্যমুখী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।