আমাদের কথা খুঁজে নিন

   

বি.এন.পি ও একজন নৈতিক সমর্থক

আমি মৌলিকতায় বিশ্বাসী । প্রথমেই বলে নি, হেডলাইন দেখে কেউ বিভ্রান্তিতে ভুগবেন না । যখন খুব ছোটো ছিলাম পরিবারের সব বড়রা দেখতাম মোটামুটি রাজনীতির সাথে যুক্ত । তা হোকনা রাস্তায় মিছিলের সামনে অথবা বাসায় বিকেলে চায়ের কাপে । তখন থেকেই শুনতাম ।

ভালই লাগতো । দেশ অনেক বড় জিনিস তখন থেকেই বুঝতাম কিছুটা । আস্তে আস্তে ঘটনাচক্রে জড়িত হয়ে গেলাম শিবিরের সাথে । দীর্ঘ সময় ছিলাম তাদের সাথে । ভালো ছাত্র ছিলাম তাই বোধয় কোন কালো রুপ দেখিনি ।

বই পড়তাম খুব ছোটবেলা থেকেই । অভ্যাসটা বাসা থেকেই গড়ে উঠেছে । এক খালা পড়ত রাষ্ট্রবিজ্ঞানে , তাই রাজনীতির টার্ম গুলো বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি । মার্কসবাদ , পুজিবাদ , সমাজতন্ত্র, মুক্তবাজার , ইসলামী মোটামুটি সব ব্যাপারে একটা হালকা ধারনা পেলাম সেখান থেকে । পরিবার ছিল বেশ রক্ষণাত্মক ।

দাদা-নানাদের প্রায় সবাই মুক্তিযোদ্ধা । আমি আমার চিন্তাকে ছেড়ে দিয়েছিলাম । আমি চাচ্ছিলাম আসলে বুঝতে আমি কি চাই । আওয়ামীলীগ দেশের সব থেকে বড় মুক্তিযুদ্ধে অবদানকারী দল । আমি জানতাম না আসলে কিভাবে স্বাধীনতার সাথে ইসলাম বিরোধিতার ব্যাপারটা জড়িত হয় ।

পরে জানলাম । জামাত-ই-ইসলামি । এদের বর্বর পিশাচতার কারনেই তখন থেকে এদেশের একটা অংশ ভাবতে শুরু করে যে, ইসলাম সম্ভবত এদেশের স্বাধীনতার অন্তরায় ছিল । ভাবা যায়, এরা নিজেদের ভাবে ইসলাম পন্থী আর এদের জন্যই সৃষ্টি হয়েছে সম্পূর্ণ সেকুলার পন্থী একটা অংশ । আর স্বভাবতই এরা ঢুকে পরেছে তৎকালীন দল আওয়ামীলীগ এ ।

যদিও এখানে ভারত ফ্যাক্টর ছিল । কারন, স্বাধীনতার সময় ভারত আমাদের ব্যাপক সহায়তা করে । ভারতের তখনকার পররাষ্ট্রনীতিতে রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখা ছিল গুরুত্বপূর্ণ একটা অংশ । তৎকালীন সময়ে পুঁজিপতি আমেরিকার সাথে পাল্লা দেয়ার জন্য ছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া । আর সোভিয়েত ছিল তখন মার্ক্সবাদী তথা সেখানে কঠোর সমাজতন্ত্র চালু ছিল ।

তাই স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখতে পাই আওয়ামীলীগে সেকুলারিজম এর এক নতুন রুপ যা ক্রমশ ছড়িয়ে পড়ে সর্বত্র । দলের নিচু থেকে উঁচু সব পর্যায়ে দেখা যায় এসব বাম ঘেঁষা নেতাদের আধিপত্য । সেখান থেকে আসে বাহাত্তরের সংবিধান আর "ধর্মনিরপেক্ষতা" টার্মটি । যাই হোক, কেন আসলে আমি ধর্ম নিরপেক্ষতা পছন্দ করি না তার ব্যাখ্যা পড়ে আরেকটি পোস্টে শীঘ্রই করবো । তো বাকি থাকে বি.এন.পি. ।

ভেবেছিলাম এই দলটা করা যায় । কিছু ভুল-ভ্রান্তি থাকলেও এটা অন্তত সেকুলার না । ধর্মনিরপেক্ষতার বুলি তুলে না । এখানেও অনেক মুক্তিযোদ্ধা আছে । ২০০১ সালে বি.এন.পি তে যোগ দিলো জামাত ।

এমন একটি দল বিতর্ক যার জন্ম থেকে শুরু । সরকার গেল । আমিও বড় হলাম । লাস্ট ৩ বছর কাউকে বলতে পারিনি বি.এন.পি নৈতিকভাবে আমার ভালো লাগে । কারন , বন্ধু-বান্ধব সবাই বলত রাজাকারের সাথে আঁতাত ।

মানে আমিও রাজাকার । কেন ? একদিকে সেকুলার আওয়ামীলীগ সমর্থন করা সম্ভব না আর অন্যদিকে জামাতের সাথে একতাবদ্ধ তাই বি.এন.পি সমর্থন করা যাচ্ছে না । আমি আমার বয়স হিসেবে একজন তরুন বলতে নিজেকে । তো সেই তরুন সমাজের একজন হয়ে আমার প্রতি অনুরোধ কি হবে ওই ভোটগুলো না ? খুব কি ক্ষতি হয়ে যাবে ? দেশের এই বিশাল তরুন সমাজ তো পা দিয়ে ঠেলে দিয়েছে জামাত । আমরা জামাত ঘৃণা করি ।

প্লিজ, একবার কি সাহস করে ওদের ছাড়া দাঁড়ানো যায় না রাজপথে, সমাবেশে , মিছিলে, মিটিং এ , নির্বাচনে ?? তাহলে তো বুক ফুলিয়ে বলতে পারি আমার বি.এন.পি ভালো লাগে । শুধুই বি.এন.পি । জামাত-শিবির যুদ্ধাপরাধী ছাড়া বি.এন.পি । মনের কথা গুলো লিখে দিলাম । আমি বিশ্বাস করি এটা শুধু আমার না ।

সব সত্যিকারের বি.এন.পি জাতীয়তাবাদী শক্তির কলঙ্ক জামাত-শিবির । আসুন , আমারা সবাই এটা উপলদ্ধি করি । । বি.এন.পি পন্থী ব্লগাররা কোথায় ? আজ জাগতে হবে তাদের । জাগাতে হবে জাতিকে ।

প্লিজ, আর থাকবেননা লুকিয়ে ? সময় এবার বের হওয়ার । প্লিজ । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।