আমাদের কথা খুঁজে নিন

   

নব পরিণীতা (প্রিয় শিউলী সমীপেষু)



চির চেনা স্নিগ্ধ সকাল উদীয়মান সূর্য ঘাসের উপর শিশির কণা পাখিদের কলকাকলী, উথাল পাথাল নদীর ঢেউ- সবই আজ নতুন লাগে যেন । জ্যোৎস্নালোক, মেঘলা আকাশ নিরব ধূধূ আধার কাল সবই যেন আজ লাগে ভাল । নব বন্ধন ,নব শিহরণ থেকে থেকে হৃদয়েতে জাগে সুখের অনুরণ। নব আশা , নব উদ্যোম নব ভাবনা নবসংসার, নব ভালবাসা, নব নব সূচনা মন আকাশের নীল নীলিমায় স্বপ্ন তারা দ্যূতি ছড়ায়- তবে কি এটাই নব পরিণয় ? ভিতু হৃদয়ে নব ব্যকুলতা , ছপিয়ে যায় হাসাগরের উচ্ছলতা- আজ যে তুমি নব পরিণীতা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।