আমাদের কথা খুঁজে নিন

   

মোর স্বচ্ছ প্রতিবিম্ব

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক

হয়ত ধুলোর আস্তরন জমবে আ অস্তিত্তে, হয়ত দেহটা ধরাতে হবে নিশ্চিহ্ন, হয়ত স্বার্থপর সময় ভুলে যাবে আমায়। তারপর ও আমি , মহাকালের অস্তিত্তে আমি বেচে থাকব, পৃথিবীর পরমায়ুতে আমি অমর হব। অবিশ্বাস করতে পার,ভুল বঝতে পার। কিন্তু আমি অবাক হব না, কারন সৃষ্টির জন্ম ভুলের মাঝে। ব্যর্থতা,অন্ধকার নিরাশা,হয়ত বহুরুপে গ্রাস করবে আমায়, সবার উচ্চাকাংখায়,আমার সপ্নগুলোয় লাগবে গহন। তারপর ও আমি নির্দোষ,মহৎ হৃদয়। শেষ ফলাফলে আমি কিন্তু জয়ী। নিজের প্রতি বিম্ব আমার কাছে স্বচ্ছ, হয়ত তোমরাই কোথাও ভুল করেছ, হয়ত তোমাদের ই কোনো ভুল ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।