আমাদের কথা খুঁজে নিন

   

রান করেত পারছেন না শখের মুভিটি-- নো টেনশন!!!!!!!!!



গত দুই দিনে দুইটি ব্লগ দিয়েছিলাম ডাউনলোডার এক্সিলেটর ও টরেন্ট ফাইল সার্চ ইঞ্জিন নিয়ে। অনেকেই ডাউনলোডও করে ফেলেছেন। কিন্তু প্লে করতে পারছেন না!!! মিডিয়া প্লেয়ারের শটকার্টে ডেস্কটপ ফুল!! কোনটা ছেড়ে কোনটা দিয়ে চালাবেন!! প্লে হচ্ছে শব্দ পাচ্ছেন না!! কি যন্ত্রনা তাই না!! অনেকেই এই সব টরেন্ট থেকে নামনো মুভি বা ভিডিও নিয়ে গালিগালাজ শুরু করেছেন। তাদের বলি বন্ধকরুন গালিগালাজ রিমুভ করেন অন্য সকল মিডিয়া প্লেয়ার। আইজকা যে সফটওয়ারটার কথা কমু সেটি পাইবেন পুরাই মাগনা, যা দিয়ে রান করবে প্রায় সবধরনের ভিডিও/অডিও ফাইল। কোন সিরিয়াল নাম্বারের ঝামেলা নাই। নামাইতে চাইলে নামাইয়া লন এই লিঙ্ক থেকে----- http://www.mpcstar.com/ অথবা Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।