সন্ত্রাস নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আরব বিশ্বজুড়ে মার্কিন মিশনগুলোতে গতকাল রোববার ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নিরাপত্তা বাড়ানো হয়। আল-কায়েদার হুমকির কারণে এদিন বিশ্বজুড়ে ২২টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ওয়াশিংটন।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
আল-কায়েদার ইয়েমেন ও সৌদি আরব শাখার কাছ থেকে নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির পর সানায় ব্রিটিশ, ফরাসি ও জার্মান দূতাবাসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোববারের পাশাপাশি আজ সোমবারও বন্ধ থাকবে ইয়েমেনের ব্রিটিশ ও ফরাসি দূতাবাস। আর জার্মানি জানিয়েছে, তাদের দূতাবাস ‘কয়েক দিনের জন্য’ বন্ধ থাকবে।
সানায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হলেও যুক্তরাষ্ট্রের ওই সতর্কতার ব্যাপ্তি ছিল অধিকাংশ আরব দেশের রাজধানী এবং আরব বিশ্বের বাইরেও। দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ও বাংলাদেশে এই সতর্কতা জারি করা হয়।
গতকাল এসব দেশের মার্কিন দূতাবাস বন্ধ ছিল।
সানায় বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূতাবাসের বাইরে সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তাচৌকি বসিয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।