শনিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন “হরতাল দিয়ে কোমলমতি স্কুল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বন্ধ করে তাদের জীবন ধ্বংস করবেন না। হরতাল নৈরাজ্যের পথ পরিহার করুন। এখনো আলোচনার সুযোগ আছে, সংলাপে আসুন। ”
“ফিরে আসুন। আলোচনার পথ এখনো খোলা আছে।
প্রয়োজনে সংসদে অথবা সংসদের বাইরে আলোচনা করুন”, যোগ করেন নাসিম।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার গণভবনে এক সভায় আগামী নির্বাচন নিয়ে সংসদে গিয়ে প্রস্তাব দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে। এই ধরনের তাণ্ডব বন্ধ করে সংসদে এসে কথা বলুন। ”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, “আপনার ৪৮ ঘন্টার হুমকি ধামকি হাওয়ায় মিলিয়ে গেছে। আপনি হেফাজতের নিরীহ মানুষদের যে বিপদে ফেলেছিলেন তারা শেখ হাসিনার সহায়তায় নিরাপদে ফিরে গেছে।
”
আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের অধীনে। নির্বাচন করবেন নির্বাচন কমিশন। ”
তত্ত্বাবধায়ক সরকারকে ‘দুর্বল সরকার’ হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
”
বৈঠকে আগামী ২০ ও ২১ মে ঢাকার কয়েকটি স্থানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ১৪ দল।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদের সভাপতিত্বে এই বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পর্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, ন্যাপের ইসমাইল হোসেন, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।