আমাদের কথা খুঁজে নিন

   

এটি একটি রিপোষ্ট.. বড় শিক্ষা হইল ধৈর্য্য.....



আমরা প্রতিনিয়ত শিখছি, প্রতি পলে পলে নতুন কিছু জানতে পারছি। শিক্ষার কোন বয়স নাই, শিক্ষার কোন শেষ নাই, একটা কিছু শিখতে না শিখতে আরো হাজার বিষয় আমাদের সামনে এসে হাজির হয়ে যায়-- শেষে মাথা খারাপ হয়ে যায় কোনটা রেখে কোনটা শিখি। আমার মতে কোন কিছু শিখা দরকার নাই, শুধু একটা বিষয় শিখলেই হবে.. আর তা হলো ধৈয্য ধরা শিখা। আপনি যত বেশি ধৈয্য ধরতে পারবেন তত বেশি দিন বেচেঁ থাকতে পারবেন। : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ-ছোয়া------ দেশের কর্ণধাররা কি বলল; ধৈয্য ধরুন।

: দেশে প্রতি সন্ত্রাসীরা বেপরোয়া ভাবে একের পর এক মানুষ হত্যা করছে, লুটপাট করছে; দেশের কর্ণধার কি বলল; ধৈয্য ধরুন । আগের থেকে আইন পরিস্থিতি সন্তোষজনক। :যেখানে ওয়াদা করা হয়েছিল প্রতি ঘরে ঘরে চাকুরী দেওয়া হবে। সেখানে চাকুরীচ্যুত করা হচ্ছে.। এভাবেই চাকুরী হয় না, সেখানে ঘুষ না দিলে তো প্রশ্নই আসে না চাকুরীর।

চাকুরী পেতে হলে ধৈয্য ধরুন। কথায় আছে সবুরে মেওয়া ফলে। : বি,এস.এফ এর গুলিতে একের পর এক বাঙ্গালীদের হত্যা করা হচ্ছে. । ধৈয্য ধরুন বিচার একদিন হবেই। : শেয়ার বাজারে দরপতন কারো কোন মাথা ব্যথা নেই।

এমনকি আমার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর ও মাথা ব্যথা নাই। কারন ধৈয্য। অর্থাৎ ধৈয্য ধরে অপেক্ষা করুন সব কিছু পেয়ে যাবেন। আপনার পাওনা আপনাকে কড়াই-গন্ডাই বুঝিয়ে দেওয়া হবে.........। যদিও আপনি ধৈয্য ধরতে ধরতে কবরে চলে ও যান।

কোন সমস্যা নেই সেখানে ...................................................>>>>>

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।