আমাদের কথা খুঁজে নিন

   

আজ জাতীয় সংসদের দু'বছর..।।।



আজ নবম জাতীয় সংসদে তৃতীয় বছরে পা রেখেছে.... আমাদরে চাওয়া পাওয়ার অধিকারের কথা যে জাতীয় সংসদ উপাস্থতি হবার স্থান... আজ সেথায় কি হচ্ছে। যারা আমাদরে অধিকারের কথা বললে বলে কথা দিয়ে জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গলে। তারা তো আমাদরে কথা বলেই না বরং তারা নিজেরা নিজেরাই জগন্য নোংরা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে... একেক জন নিজেদের দোষ গুন নিয়েই ব্যস্ত থাকে .. তারা আমাদরে মতো দরিদ্র মানুষরে কথা কি বলবে. তাদের কাছ থেকে আমরা কিছু আশা করা মানি হলো সাহারা মরুভূমিতে পানি দেওয়ার মতো.. দেখুন না গত দুইবছররে জাতীয় সংসদরে পরসিংখ্যন.. (অতীতরে কথা না হয় নাই বললাম ) মোট ৭ অধিবেশনে ১৭৪ কার্যদিবসের মধ্যে বিএনপিসহ চারদলীয় জোটের সংসদ সদস্যরা গড়ে উপস্থিত ছিলেন মাত্র ৪৪ দিন। প্রধান বিরোধীদলের চেয়ারপারসন উপস্থিত ছিল মাত্র পাচঁদিন... যাদের উপর আশা ভরসা নির্ভরশীল, যারা আমাদের সুখ দুখের কথা বলবে.. অথচ তাদের স্বার্থের জন্য তারা দিন রাত ভেবে মরে... অতীত ভুলে তাই আমার মতো দরিদ্র জনগনের আকুল আকুতি সংসদ সদস্যরা সংসদে গিয়ে যাতে আমাদের কথা বলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।