আমাদের কথা খুঁজে নিন

   

সেই খেজুরের গাছ ও রসের কথা আজ ও মনে পড়ে.....................



আমার তখন অনার্স ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা হচেছ অন্য একটা কলেজে, আমাদের কলেজে নয় , যেদিন পরীক্ষা শেষ হলো আমরা দুজন বন্ধু মিলে কলেজের পাশে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে এসেছি। একটা মাটির পথ আমরা আরও একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ, আমরা গাছ গুলোর কাছে গেলাম, দেখতে পেলাম গাছের অল্প একটু জায়গায় ছাল নেই এবং প্রতিটা গাছে একটা করে কলস বাধা, আমি আগে কখনো খেজুরের রস কি ভাবে নেয় দেখিনি। এই প্রথম দেখলাম, আমরা দাঁড়িয়ে আছি, একজন লোক বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলেন , আমারা তাঁর সাথে কথা বললাম। আমার বন্ধুটি একটু পেটুক টাইপের , সে তো বলেই ফেলল , আমাদেরকে কি খেজুরের রস খাওয়ানো যাবে ? লোকটি তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা জগে করে রস নিয়ে আসলো এবং সেখানেই একটা ছাকোনি দিয়ে ছেকে আমাদেরকে গ্লাসে দিল, আমি এই প্রথম পিউর খেজুরের রস খেলাম। খুব ভাল লেগেছে। এর পর আমি ঢাকায় চলে আসি, কিন্তু প্রতি শীতে আমার সেই বন্ধুটি সেখানে যায়, আর আমি তার কাছ থেকে সব কথা শুনি, আমাকে সে সব মজার মজার কথা শোনায়, কিন্তু গত শীতে যখন কথা বললাম তখন সে খুব দুঃখ করে বলল খেজুরের গাছগুরো নাকি কেটে ফেলেছে। শোনে আমি ও খুব দুঃখ পেয়েছি। খেজুরের রসের কথা উঠলেই আমার এখনো সেই সারি সারি গাছ গুলোর কথা মনে পড়ে। কেন এভাবে বিলিন হয়ে গেল গাছগুলো ? আমরা কি পারিনা এই গাছ গুলোকে সঠিক ভাবে যত্ন করে বাঁচিয়ে রাখতে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।