ভাল কথা বলুন
আমি সুইডেন এ এসেছি প্রায় ২ বছর হল। মাস্টার্স শেষ করে এখন পি,এইচ,ডি করছি। আসার পথের অভিজ্ঞতার কিছুটা শেয়ার করছি এখানে। আমি, এমিল আর অংশু-আমরা তিন বন্ধু একই ফ্লাইটে রওনা হয়েছিলাম একসাথে। সুইডেন আসার পথে আমাদের ১৭ ঘন্টা ট্রানজিট ছিল মালয়েশিয়াতে।
কুয়ালালামপুর এয়ারপোর্ট যে এত বিশাল আর পেজগি লাগানো তা জানা ছিলনা। এয়ারপোর্ট এ নেমেই একটা টাশ্কি খেলাম, এত সুন্দর!!!
দারুন একটা হোটেল পেলাম। রাতে যখন ডিনার খেতে যাব তখন কি যেন একটা স্যুপ এর অর্ডার দিলাম। ওমা!! স্যুপ এর মধ্যে এটা কি দেখা যায়, , অক্টোপাস?? না, এটা নাকি স্কুইড, আস্ত একটা স্কুইড দিয়ে রেখেছে, এটা কিভাবে খাব? জিজ্ঞেস করলাম- আপা এটা কি হালাল? বলল অবশ্যই হালাল। বিশ্বাস করলাম, কিন্তু তবু পেট মোচর দিয়ে উঠল।
অংশু অবশ্য প্রথমে খুব টেস্টি বলেও পরে পুরোটাই ফেলে দিয়েছে।
এয়ারপোর্ট এ বিদেশীদের হাঁটার ঢং দেখে আর পোষাকের বাহার দেখে মজা পেলাম। পেটে ক্ষুধা নিয়ে আবার বিমানে উঠলাম।
স্টকহোম এর অরলান্ডা এয়ারপোর্ট আমাদের জিয়া (শাহ্জালাল) এর মতই ছোটখাট, তেমন ঝামেলা হয়নি। বাহিরে এসে তো সুইডেন এর রূপ দেখে মুগ্ধ হলাম।
এখানে লোকাল বাসও স্ক্যানিয়া, ট্যাক্সি ক্যাবও মার্সিডিজ, ভালই।
প্রথম কয়েকদিন ঘুড়াঘুড়ি করলাম। সুন্দর সুন্দর মেয়েদের দেখে ভালই লাগল। কিন্তু মুশকিল হল রোজা শুরু হবার পর আর মেয়েদের দিকে তাকাতে মন সায় দিলনা, সবুর, সবুর।
ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এর সামনে দেখি এক মেম্বার মেয়ে কনডম নিয়ে দাঁড়িয়ে আছে।
ফ্রী ফ্রী। আমার দুই বন্ধু দেখলাম কয়েকটা নিল। আমিও দেখাদেখি একটা নিলাম। এক বন্ধু তো বলে বসল যে ওর আরো দরকার, আর সেটা শুনে ওই মেয়েটা যে কি হাসি দিল, খুব মজা পেয়েছে মনে হয়।
একদিন আমরা গেলাম এক মার্কেটে।
ঢুকেছি তো আর বের হতে পারিনা। এত বড় আর প্যাঁচ লাগানো মার্কেট কিছুই বুঝিনা। এমিল শেষমেষ একটা দড়জা ধরে টান দিল আর অমনি ত্বার স্বরে এলার্ম বাজা শুরু হল। সে কি গর্জন!!! কান পুরো ফাটিয়ে দিয়েছে। এমিল তো পুরো ভড়কে গিয়েছে।
আস্তে আস্তে আমার কাছে এসে বলল চল যাইগা। আমরা ভীরের মধ্যে মিশে গেলাম। পরে দারুণ মজা পেয়েছিলাম। বলার মত আরো অনেক কিছুই ছিল। পরে আর একদিন বলব আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।