আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আজও স্বপ্ন দেখি, কারণ জানি, স্বপ্ন দেখতে জানলে সেটা একদিন না একদিন সফল হয়

ওই, খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরছে, চিকিৎসা করায়ে, শুনছোস নাকি? হুমম... কি হইছিলো উনার? মানসিক রোগ...... কি কস...তুই কেমনে জানলি? উনার পার্টির লোকেরা প্রত্যেক দিন শাহবাগ আন্দোলন নিয়া বেলায় বেলায় এক একরকম কথা কয়...এই শুইনা উনার মাথায় শর্ট সার্কিট হইয়া গেছে...... হ পুরা কমেডি, একদিন আন্দোলনের সাথে সংহতি, আরেকদিন জামাতের সাথে সংহতি ...কিন্তু উনি তো নেত্রী...উনি ঠিকমতো কথা বললেই পারে... হে হে হে...তাইলেই তো হইছে কাম... যাইহোক অবস্থা বেগতিক দেইখা তারেক জিয়া লন্ডন থেইকা তাড়াতাড়ি ফোন কইরা কইছে..." আম্মু তুমি তাড়াতাড়ি দেশ থিকা ভাগো..." তাইলে এত তাড়াতাড়ি আবার ফিরে আসলো? পার্টি ভাবছে বেশী কমেডি হইয়া যাচ্ছে। তাই ভাবলো এখন একটু সিরিয়াস হওয়া দরকার। তাই তারা এখন খুব সিরিয়াসলি জামাত শিবিরের পক্ষে নিছে। এতদিনের জানি দোস্তকে এই দুঃসময়ে ছাইড়া যাওন ঠিক হইবো না। এইডাই এখন একমাত্র পলিসি।

ম্যাডাম ভাবছে যাক পার্টির লোকজন তাঁদের মাথার হারানো স্ক্রু বল্টু সব খুঁইজা পাইছে। তাই স্বস্তি নিয়া দেশে ফিরছে। যাক ভালো হইছে। কি হইছে? শাহবাগ আন্দোলনে একটা জিনিস দিনের আলোর পরিষ্কার হইছে। কি? বি এন পির আসলে জামাত শিবির ছাড়া গতি নাই।

ব্যাপারটা আসলে বেশ দুঃখজনক। (দীর্ঘশ্বাস) এই সরকার দেশ চালাইতে যায়া পুরাই লেজেগোবরে করছে। এখন এই শাহবাগ আন্দোলন পুঁজি কইরা গদী পাকাপোক্ত করতে চায়। আর দেশের প্রধান বিরোধী দল স্বাধীনতার শত্রুদের সাথে ফেবিকলের চেয়েও কঠিন আঠা দিয়ে লাগানো। আমরা যামু কই? শালার নেক্সট ইলেকশানে ভোট ফোটই দিমু না।

আচ্ছা দোস্ত, শাহবাগ থেইকা একটা নতুন পার্টি আইলে কেমন হইতো? খুব ভালো হইতো দোস্ত, খুব ভালো হইতো, আমি ঐ পার্টিটারে এক লাখ বার ভোট দিতাম... তারপর জাল ভোটের দায়ে জেলে পচতি...(খিক খিক হাসি) না দোস্ত ফাইজলামি করিস না...আমি খুব সিরিয়াস এই ব্যাপারে...শাহবাগের মত একটা আন্দোলন ছিল অনেক দিনের স্বপ্ন, মানুষ জন মাঠে নামতেছে, প্রতিবাদ করতেছে... যতবার ঐ খানে যাই গায়ের লোম টান টান খাড়া থাকে... সত্যি দোস্ত একটা পলিটিক্যাল পার্টি এইখান থেইকা দাড়ায়ে গেল কিন্তু দুর্দান্ত হয়... চল শাহবাগে যায়া এই নিয়া একটু আওয়াজ তুলি। দেখি লোকজন কি কয়। ------------------------------------------------------------ বছর তিরিশেক পরের কথা। বাংলাদেশে এখন উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, সুশাসন সব কিছুতে এশিয়ার মধ্যে শীর্ষের মধ্যে রয়েছে।

টাইম র‍্যাঙ্কিং অনুযায়ী দেশের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি এশিয়ার শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে। সেই সাথে চিকিৎসার এত উন্নতি হয়েছে যে ইউরোপ,আমেরিকা থেকে অনেক খরচ বাঁচানোর জন্য বাংলাদেশে চিকিৎসা নিতে আসে। বছর তিরিশেক আগের অসহনীয় যানজট উধাও। পাবলিক ট্রান্সপোর্টে বাংলাদেশের উন্নয়ন দেশের অনেক দেশেই মডেল হিসেবে দেখা হচ্ছে। এটা সম্ভব হয়েছে তিরিশ বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগ আন্দোলন থেকে উদ্ভুত "প্রজন্ম মঞ্চ" নামে একটি রাজনৈতিক দলের উত্থানের মাধ্যমে।

এই সদ্য নতুন দলটি পরবর্তী নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটের ব্যবধানে প্রধান রাজনৈতিক দলগুলোকে পরাজিত করে। এরপর থেকেই মূলত দেশটি উন্নয়নের পথে ধাবিত হয়। সেই উন্নয়নের ধারা এখনো বজায় রয়েছে। বাংলাদেশ ছুটে চলেছে আজ অবারিত সম্মৃদ্ধির দিকে। ----------------------------------------------------------- স্বপ্ন অবাস্তব হলেও দেখতে অসুবিধা নেই।

স্বপ্নহীন মানুষ বা সমাজ বেশীদূর আগাতে পারে না। এই শাহবাগও তো মাসখানেক আগেই স্বপ্নের মত ছিল। যখন দেখতাম নিজামী, কামারুজ্জামান গাড়ীতে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মন্ত্রীত্ব বাগিয়ে, তখন তো তাঁদের ফাঁসী তো দূরের কথা, কোন রকম বিচারও স্বপ্নের মত মনে হতো। এরকম অসম্ভব ব্যাপার ঘটে যেতে থাকলে বাকী টুকুতে সমস্যা কি? ( ফেসবুক থেকে সংগৃহীত ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।