আমাদের কথা খুঁজে নিন

   

নতুন GREর আদ্যোপান্ত

মন বসে না পড়ার টেবিলে

GRE হল graduate record examination . ইউএসএ, কানাডা সহ আরও কিছু দেশে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজন । GRE আয়োজন করে থাকে ETS এবং এটা চলে আসছে সেই ১৯৪৯ সাল থেকে । যারা পোস্টটি পড়তে ঢুকেছেন তারা অবশ্যই GRE এর আদ্যোপান্ত জানেন আশাকরছি । তাই সরাসরি মূল বিষয়ে চলে যাই । কি কি পরিবর্তন আসছে? ১.GRE Format : আপনি যেকোন প্রশ্ন স্কিপ করতে পারবেন ।

পূর্বের প্রশ্নে কিংবা পরের প্রশ্নে যেতে পারবেন যা কিনা আগে করা যেত না । ছবিতেই দেখতে পারছেন অনস্ক্রিন ক্যালকুলেটর দেওয়া হয়েছে যাতে খুব সহজ ভুলগুলো এড়ানো যায় । ফলে ম্যাথের সহজ কিন্তু ট্রিকি প্রশ্নগুলো আর তেমন একটা পাবেন না । এই বিষয়টা বেশ ভোগাবে মনে হচ্ছে । 1.GRE Verbal : সহজ কথায় ভার্বাল অংশ আগের থেকে বেশী বাস্তববাদী করা হচ্ছে ( বিপদের লক্ষণ) ।

Antonym এবং Analogy একদমই থাকবে না । এর বদলে ঢুকেছে রিডিং কম্প্রিহেনশন । ফলে ৫০০০ হাজার ওয়ার্ড মুখস্থ করলেই GRE ভার্বালে ভাল করা যায় সেই দিন আর নেই । তাই বলে ওয়ার্ড মুখস্থ করার চিন্তা বাদ দিবেন না ভার্বালে ৩ ধরনের প্রশ্ন থাকবে । * Reading Comprehension * Text Completion * Sentence Equivalence কি কি থাকবে না : # Analogies # Antonyms Reading Comprehension রিডিং কম্প্রিহেনশনে ৩ ধরনের প্রশ্ন মোকাবিলা করার জন্য প্রস্তত হন ।

প্যাসেজ দেওয়া থাকবে । সেখান থেকে একটা প্রশ্ন করা হবে । অপশন দেওয়া থাকবে । বলে দেওয়া থাকবে যেকোন একটা চ্যুজ করতে । আরেক ধরনের প্রশ্নে একাধিক উত্তর সম্ভব ।

তবে উত্তর যদি অর্ধেক হয় তবে কোন নাম্বারই পাবেন না । মেডিক্যাল টাইপ এমসিকিউ । এটাই ভার্বালের সবচেয়ে বিপজ্জনক অংশ । শেষের প্রশ্নে প্যাসেজ থেকে একটা প্রশ্ন করা হবে এবং বলা হবে প্রশ্নের উত্তর কোন সেনটেন্সে আছে মার্ক কর । সেনটেন্সের যেকোন অংশে ক্লিক করলেই হাইলাইট হবে ।

Text Completion টেক্সট কমপ্লিশন অংশটা মজার এবং অনেকটা ম্যাট্রিক ইন্টারের শূন্যস্থান পূরণের মত । আপাতদৃষ্টিতে এটাই সবচেয়ে সহজ অংশ । একটা প্যাসেজ দেওয়া থাকবে । কয়েকটা গ্যাপ থাকবে । ফিল করার জন্য অপশনও থাকবে ।

সিলেক্ট করবেন । মূলত এই অংশে ভোকাবুলারীর দক্ষতা খুব কাজে লাগবে । Sentence Equivalence এইটার সাথে এর আগের অংশের বেশ মিল আছে । একটা সেনটেন্স ফিল করতে হবে । দুইটা আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেন সেনটেন্স এর অর্থ একই থাকে ।

সোজা বাংলায় বলতে গেলে synonym এর কাহিনী । যারা antonym বাদ পড়ে যাওয়ায় নাখোশ হয়েছেন তারা এখন একটু বিজয়ের হাসি হাসতে পারেন । সময় বন্টন : ভার্বালে আগে ১টা সেকশন হত । ৩০টা প্রশ্ন । সময় থাকত ৩০ মিনিট ।

নতুন GRE অনুযায়ী ভার্বালে ২ টা সেকশন হবে । আনুমানিক ২০টা করে প্রশ্ন থাকবে । প্রতিটি সেকশনের জন্য সময় ৩০ মিনিট । 2.GRE Quantitative : GRE Quantitative কিংবা সোজা বাংলায় যাকে ম্যাথ বলে থাকি এখানে বর্তমান ফরম্যাটে চার ধরনের প্রশ্ন থাকবে । * Multiple-choice Questions(One Answer) * Multiple-choice Questions (One or More Answer) * Numeric Entry Questions * Quantitative Comparison Questions * Data Interpretation এদের মধ্যে Numeric Entry Question অংশটা নতুন ।

এখানে একটা প্রশ্নের কোন অপশন থাকবে না । সঠিক উত্তর নির্দিষ্ট বক্সে ফিলআপ করতে হবে । অনেকটা SAT এর মত । আর ভার্বালের মত এখানেও মাল্টিপল চয়েজ অংশটা রয়েছে । এখানেও এই অংশটাই সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে ।

মোটামুটি ম্যাথের সিলেবাস একই থাকবে । তবে প্রশ্নের ধরনে পরিবর্তন দেখা যাবে । ডাটা ইন্টারপ্রিটেশন এর মত বাস্তবভিত্তিক প্রশ্নের আধিক্য থাকবে বোঝা যাচ্ছে । অ্যারিথমেটিক (পাটিগণিত) প্রবলেম কম থাকবে । ETS এর সাইট বলছে ""You'll still need to know basic math for the GRE revised General Test. The difference, however, is the increased emphasis on data interpretation and real-life scenarios. There are new types of questions that require you to show your quantitative reasoning ability.'' সময় বন্টন: আগে ১টা সেকশন থাকত ।

২৮টা প্রশ্ন । সময় ছিল ৪৫ মিনিট । এখন ২টা সেকশন । ২০টা করে প্রশ্ন । সময় ৩৫ মিনিট ।

3.GRE Analytical Writing : চোখে পড়ার মত তেমন কোন পরিবর্তন নেই । নতুন স্কোরিং সিস্টেম : নতুন GRE এর সবচেয়ে বিভ্রান্তিকর অংশ হল নতুন স্কোরিং সিস্টেম । শুরুতে আমারও বুঝতে বেশ বেগ পেতে হয়েছে । সংক্ষেপে বললে যা দাড়ায় তা হল আগে GRE ছিল ১৬০০ মার্কের । এখন থেকে তা হবে ৩৪০ মার্কের ।

আগে ভার্বাল এর স্কোর রেঞ্জ ছিল ২০০ থেকে ৮০০ । ইন্টারভাল ছিল ১০ পয়েন্ট করে । অর্থাৎ কেউ ৭৯০ পাবে কিন্তু ৭৯৫ পাবে না । এখন এই রেঞ্জ পরিবর্তিত হয়ে ১৩০ থেকে ১৭০ করা হয়েছে । ইন্টারভাল ধরা হয়েছে ১ পয়েন্ট ।

অর্থাৎ কেউ ১৭০,১৬৯,১৬৮,১৬৭.... পেতে পারে । খালি খাতা জমা দিলেই ১৩০ স্কোরিং এর এই নিয়ম ম্যাথ সেকশনের জন্যও প্রযোজ্য । ফলে দুইটা মিলিয়ে মোট ৩৪০ মার্কের GRE. অ্যানালিটিকাল রাইটিং এর মার্কিং আগের মতই থাকবে । মোট ৬ পয়েন্ট । দশমিক পাঁচ পয়েন্ট করে ইন্টারভাল ।

কবে থেকে শুরু হচ্ছে নতুন GRE : নতুন GRE শুরু হচ্ছে এই বছরের আগস্ট থেকে । যারা GRE তে ডিসকাউন্ট পেতে চান তাদের জন্য সুখবর হচ্ছে প্রথম ব্যাচের বলির পাঠাদের জন্য ৫০% ডিসকাউন্ট রাখা হয়েছে । ১৯০ ডলারের পরীক্ষা দিতে পারবেন ৯৫ ডলারে । যারা পুরানো ফরম্যাটে GRE দিতে চান তারা আগস্টের আগেই পরীক্ষায় বসুন । GRE করার খরচ : ইউএসএ তে ১৬০ ডলার ।

চায়না, কোরিয়া ও তাইওয়ানে ২০৫ ডলার । বাংলাদেশ সহ অন্যান্য সব জায়গায় ১৯০ ডলার । কিছু দরকারী ওয়েবসাইট : http://www.ets.org/gre http://www.happyschoolsblog.com/ আপনাদের কাছে উচ্চশিক্ষাবিষয়ক খুব ভাল কোন সাইট থাকলে লিংক দিয়ে যান । পোস্টে যে কোন অসঙ্গতি চোখে পড়লে জানান । পোস্টটি কারও উপকারে আসলে কষ্ট সার্থক হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।