আমাদের কথা খুঁজে নিন

   

এটা ঠিক পোস্টের পর্যায়ে পড়েনা ... ...



হ্যাঁ, ঠিক ব্লগ - পোস্ট বলতে আমি যা বুঝি, এটা তেমন কিছু নয়। অসম্ভব একটা ভাললাগা - নিজের ব্লগ-বন্ধুদের সাথে ভাগ করে নেয়া শুধু। প্রতিদিনের মত আজও গিয়েছিলাম লাইব্রেরীতে, পরীক্ষার প্রস্তুতি নিতে। আমার না, আমার ছাত্রদের পরীক্ষা ! এনাম মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্রদের "সেকেন্ড প্রফ" আর আমাদের, মানে লেকচারার, তথা ল্যাদ খাওয়া ক্ষুদে মাস্টারদের (কারণটা উহ্য রাখলাম) "কোয়ালিটি প্রুফ" পরীক্ষা! হা প্রাইভেট মেডিকেল! সরকারী মেডিকেলে ছাত্ররা বেড়ে উঠে অনেকটা দিশি মুরগীর মত, ক্লাশেরই কোন ঠিক নেই, কখন হয়, কখন হয় না, ইচ্ছে হলে যাও, ইচ্ছে হলে ঘুমাও ... ইত্যাদি! (অবশ্য অতি সাম্প্রতিককালে অবস্থার পরিবর্তন হয়ে থাকলে সেটা আমার অজানা) আর এখানে, গাধা পিটিয়ে মানুষ করলেই হবে না, ওদের মানুষ বনে যাওয়ার সনদ না মেলা পর্যন্ত নিস্তার নেই! হুহ! [তবে সত্যি কথা হল, এই সিস্টেমটা আসলে ভালই - শিক্ষার মান নিয়ন্ত্রণের জন্য] তো, যে কথা বলছিলাম, লাইব্রেরীতে যাওয়ার পথে কিছু সিনিয়র ছাত্র-ছাত্রী (পঞ্চম বর্ষের), তখন ওদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, ওটাতে যাওয়ার আমন্ত্রণ জানায়। গেলাম।

এবং প্রাথমিক চিত্রটা গতানুগতিক। শুরুতে কিছু "নিয়মরক্ষা"র বাংলা গানের পর, "যথারীতি" শুরু হয় মুন্নীর বদনাম আর শীলার জাওয়ানি !!! আজকাল মোটামুটি সব জায়গায় একই ছবি। আমি চুপচাপ, কাউকে না ঘাঁটিয়ে, নিঃশব্দে বেরিয়ে আসছিলাম। দরজার কাছে পৌঁছতে পৌঁছতেই হট্টগোল শুনি। "গন্ডগোল বাধলো নাকি" কৌতুহলী হয়ে ঘুরে দাঁড়াই।

একটু পরে বুঝলাম, ছেলেমেয়ে সব চেঁচিয়ে শীলাকে থামিয়ে দিয়েছে। আমি একটু অবাক। এরপর, "চাঁদের মেয়ে জোৎস্না আমি বেদের মেয়ে না ... ..." এইসব আধুনিক বাংলা গানের চটকসর্বস্বীতা বা শিল্পগুণ নিয়ে কম তর্কে জড়াইনি। তবু, আজকে গানটা অদ্ভুত ভাল লেগে উঠল। লোম যে শীতে দাঁড়ায়নি, সেটা বেশ বুঝতে পারছিলাম।

বাসায় ফিরেছি প্রায় একটা বেজে দশ। কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া হয়নি। তবু কি স্ফুর্তি ! কি শান্তি! ওদের জন্য আমাদের আরও অনেক কিছু নির্মাণ করতে হবে। অনেক কিছু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।