আমাদের কথা খুঁজে নিন

   

মনে বড় জ্বালা

আমিও একদিন মানুষের কথা বলবো, মানুষের পক্ষথেকে।

অনেক শখ করলাম উইন্ডোজ ৭ ব্যবহার করবো। তিন দিন ধরে ট্রাই করলাম ইন্সটল করার। যে CD ঢুকাই আমার Laptop তা Read করতে পারে না। কি সমস্যা বুঝতে পারলাম আমার CD ROM এ সমস্যা।

শুরু করলাম গুগল আর ব্লগে গুতা-গুতি। অনেক পোষ্ট দেখে আরো ২ দিন পেন ড্রাইভ থেকে Setup করার চেষ্টা করলাম। তাও হয় না। মনে হয় আমার কিছু ভুল হইছে। বার বার বিভিন্ন ভাবে চেষ্টা করি তাও কিছু হয়না।

ইতিমধ্যে আমার ২ টা DVD কেনা শেষ। আমি এখনও বুঝতে পারছিনা আমার সমস্যা টা কই ছিল? এখন কি করা যায়? আমি কি উইন্ডোজ ৭ চালাতে পারব না View this link এই পদ্ধতি ব্যবহার করা শেষ। আর কোন উপায় নাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।