প্রদীপ হালদার,জাতিস্মর। চাই না আমি থাকিতে রাজপ্রাসাদে
চাই না থাকিতে আমি মাটির ঘরে।
তোমার হৃদয়ের ঘরে চাই আমি থাকিতে
যে ঘর ভাঙিবে না কোনদিন শত শত আঘাতে।
ঝড়ের আঘাতে হয়তো বা ভেঙে যাবে
রাজপ্রাসাদ নয়তো ভেসে যাবে
মাটির ঘর নদীর স্রোতে।
তুমি আঁকড়ে ধরে থাকবে আমাকে
তোমার মতোন করে
ভালোবাসায় তৈরী হয়েছে
যে ঘর ভাসিবে না কোনদিন চোখের জলে।
হৃদয়ের ঘর সাজাবো যতনে
রেখেছি সেখানে তোমাকে
শরীর ভাঙিবে দৃষ্টি কমিবে
হৃদয়ের ঘর ডাকিবে
প্রতিনিয়ত আমাকে তোমারই পাশে।
আমি তো আছি তোমারই কাছে
আর কিই বা চাই এই জীবনে।
আমার মতোন করে গড়েছি তোমাকে
তুমিও গড়েছো আমাকে তোমার মতোন করে।
মাটির ঘর গড়তে যে কেউ পারে
পারে রাজপ্রাসাদের মতোন ঘর গড়তে।
হৃদয়ে ঘর বানানো ভীষণ কঠিন কাজ
তবু সেই ঘর বানিয়ে অন্য ঘর হলো অর্থহীন আজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।