আমাদের কথা খুঁজে নিন

   

এখন থেকে আপনার ইচ্ছামত ফেসবুক চ্যাট থেকে seen অপশন enable/disable করুন

আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা সকলেই ফেসবুকে চ্যাট করি। আর চ্যাট এ ফ্রেন্ডের দেয়া মেসেজ পড়লেই সে seen লিখা দেখতে পায়।
কিন্তু এখন আপনি এই seen অপশন আপনার ইচ্ছামত enable/disable করতে পারেন। কারণ আমরা অনেক সময় এটা চাই যে মেসেজ টা পড়েও যদি unread রাখা যেত। বা কাউকে ignore করতে চাইলে।

যাই হোক দেখে নিন কিভাবে ফেসবুকে ফ্রেন্ডের মেসেজ পরেও সেটাকে unread রাখবেন। আপনার google chrome ব্রাউজার ওপেন করুন। এই লিংক থেকে extension টি  ডাউনলোড করে নিন।
আর যারা firefox user তারা এখান থেকে অ্যাডঅন টি ডাউনলোড করে নিন।
আপনার কাজ শেষ।

বাকিটুক আপনি নিজেই বুঝে নিবেন। অ্যাডঅন টি ইন্সটল দিন। এখন থেকে ফেসবুকে চ্যাট করার সময় মেসেজের পাশে mark as unread নামে একটি অপশন দেখতে পাবেন। মেসেজ পড়ার পর এটাতে ক্লিক করলে মেসেজকারীর কাছে seen option দেখাবেনা।
পোস্টটি ভালো লাগলেই আমার লিখা সার্থক।

ভালো থাকবেন। দুয়া করবেন আমার জন্য।
ফেসবুকে আমি
আমার গ্রুপে  এরকম আরো টিপস পাবেন।
আমার পেইজ  টা ও ঘুরে আসতে পারেন।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।