কৃষ্ণচূড়া দলিত হতে দেখে আমি যখন পা বাড়ালাম তখন চাঁদ নেমে গেছে পর্বতের পাশে। কৃষ্ণাঙ্গ তরুণেরা দেয়াল হয়ে দাঁড়ালে আমার পা জিরো মোশনে। ওরা বললো আর নয়,এটা আঁতেলদের ঘরোয়া বাজার।
কাউবয় টুপিগুলো ভেজা চুল ঢেকে ফেললে আমি হিংস্রতার রেখাগুলো পড়তে পারিনি। তবে আমি ক্রোধের ফোঁসানি টের পাচ্ছিলাম।
হৃদয় ও মস্তিষ্কের বাইরে এ শুধু শারীরীক খেলা। এক্রোবেটের চাইতেও খুব আলাদা, ভয়ংকর।
শরীর ও মগজের অহংকারের নামই তবে উন্নাসিকতা। আঁতেলও কি তাই?
অস্বীকারের অহংকার ঘাড় উঁচু করে শুধু আকাশের নক্ষত্রেই তাকাল। খুব তুচ্ছ হয়ে গেল রাজপথ,পথচারী আর প্রলেতারিয়েত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।