আমাদের কথা খুঁজে নিন

   

আজ তোমাতে

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

আজ প্রভাতে অনন্ত এ প্রান্তরে সবুজ ঘাসের উপর হেটে হেটে তুমি আর আমি দূর কোন অজানায়। আকাশের নীল মেখে দেবো তোমার চুলে রংধনু আজ বাঁধবো তোমার খোঁপায় প্রজাপতির রঙিন পরশ তোমার গালে। তোমার যত অশ্রু আজ মেঘকে করব দান বৃষ্টি ঝরে হোক সব বেদনার অবসান, উঠুক আকাশে সুখের শুকতারা মধুচন্দ্রিমার মধু চাঁদ। নাইবা রইলে তুমি জেগে ঘুমের কোলে অবোধ বালিকা তবু রয়েছি তো আমি। মেঘের কোলে আজ সাজাব তোমার বাসর তোমার কালো এলোকেশ মধুকরির ফুলে ফুলে তোমারেই নিব তুলে।

র'বে আমার একটু ছোঁয়া একটু পরশ তোমার ঐ গালে। কতই না ভালোবেসেছি তোমায় আমার অন্তর আমার বাহির আজ কেঁদে ফিরে কেবল তোমাতে। পূর্ণিমার চাঁদ হেলে পড়ে পুবে আমার না বলা কথা না গাওয়া কোন পাখির গান সবই আজ সপেছি তোমায় তোমারেই করেছি দান। তোমার মধুসয্যা আজ ভরে উঠুক ফুলে ফুলে ভালোবাসো সখি ভালোবাসো আজ সকল বাঁধন খুলে। ।

.........একাকীত্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।