আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট বেলার মজার একটা ঘটনা--১



তখন আমি ক্লাস টুতে পড়ি, ফাইনাল পরীক্ষা মা আমাকে সব পড়া ভাল ভাবে শিখিয়ে দিয়ে বললেন সবগুলো প্রশ্ন লিখে দিয়ে আসবে, যথারীতি পরীক্ষা শুরু হলো আমি সবগুলো প্রশ্ন লিখে দিয়ে আসলাম ,মা বললেন সব প্রশ্ন দিয়েছো ? আমি বললাম দিয়েছি। রেজাল্ট বের হলো এই সাবজেক্টের, আমি শূণ্য পেলাম , মা বললেন কি ব্যাপার তুমি তো সব পারতে, তা হলে উত্তর দাওনি কেন ? আমি বললাম তুমিইতো বললে সব প্রশ্ন লিখে দিয়ে আসতে। মা বললেন হায়রে বোকা মেয়ে! আর এই ঘটনা আমাদের সব আত্মিয়রা জানতো, সবাই আমাকে খেপাতো, আর আমার মেজো মামা যখই আমাদের বাসায় আসতো আমাকে বলতো মা মনি তুমি যে দুইটা মিষ্টি পেয়েছো সেই খাতাটা আমাকে দেখাও তো আর আমিও খুব খুশি হয়ে সেই খাতাটা মামাকে এনে দেখাতাম, আর সবাই হাসতো সাথে আমিও,কতো বোকা ছিলাম তাইনা? রেজাল্ট সবগুলো একসাথেই হয়ে ছিল, কিন্তু এটা আগেই লিখে দিলাম, দ্বিতীয় সাবজেক্টের আগে মা আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যেন প্রশ্ন না লিখে উত্তর লিখি , পরীক্ষা শুরু হলো প্রশ্ন পেলাম সবগুলোর উত্তর আমি পারি লিখাও শুরু করলাম, প্রশ্ন ছিলো দুই পৃষ্টার আমি খুব মজা করে উত্তর লিখে তারাতারি বের হয়ে গেলাম, মা বলল এতো তারাতারি বের হলে কেনো , সব প্রশ্নের উত্তর লিখেছো ? তুমি তো সবগুলোর উত্তর পার , আমি বললাম হ্যাঁ আমি সব পারি কিন্তু আজ আমার খুব কষ্ট হচেছ তাই এক পৃষ্টা লিখে দিয়ে এসেছি কাল বাকীটা লিখে দিয়ে আসবো , মা বললেন আরে বোকা মেয়ে কালতো তোমার অন্য আর একা পরীক্ষা আজকেরটা তো কাল দিতে পারবেনা, আর কি করা এটাতেও কম নম্বর পেলাম তাও আমি খুব খুশি কারন নাম্বার তো পেলাম। সেই ঘটনা এখনো মাঝে মাঝেই সবাই এক সাথে হলে বলি আর হাসা হাসি করি , তবে আমার পরিবারের লোক জনের ধারনা আমার এখনো আগের সেই বোকামীর আচঁ রয়ে গেছে!!!!! অবশ্য এর পর আর এরকম কখনোও হয়নি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।