আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ছাত্রঃ ভাইয়া আপনি নাকি ব্লগার ? আমিঃ এই টুকটাক লিখি .... ছাত্রঃ আপনার নামও কি পেপারে আসে ? আমিঃ (দীর্ঘশ্বাস) না রে ভাই আমরা হইলাম পুঁটি ব্লগার, আমাদের নাম পেপারে আসে না। আসে রুই ব্লগার, কাতলা ব্লগারদের নাম। তবে একবার ভুল করে চইলা আসছিল। বুঝোইতো তোমার মাস্টার আমি, জ্ঞানী গুণী মানুষ তোমরা তো মিয়া পাত্তাই দিলা না ....... তা এত খবর নেয়ার কারণ কি ? ছাত্রঃ না ভাইয়া, আমার ফ্রেন্ড এক ব্লগারের সাথে তোলা ছবি ফেসবুকে দিসে সেই ভাব। আমিঃ আমার সাথে ছবি তুলবা ? আসো আসো, আজকে শার্টটাও পুরান যাই হোক, অটোগ্রাফ লাগবে ...... ছাত্রঃ না ভাইয়া আপনি না, আপনার সাথে ছবি তুললে আপনাকে আমার ছোট ভাই মনে হবে (ভাগ্যিস কাজের ছেলে বলে নাই)। আমি চাচ্ছিলাম কোন বিখ্যাত ব্লগারের সাথে .... মানে .... আপানার তো ..... অনেক ...... পরিচিত টরিচিত ...... আমিঃ বই বাইর কর শালা ..... (আইজকা খাইসি তোরে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।