ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন।
আমি কিছুদিন ধরেই দেখছি টেকটিউনসে ফ্রীতে নেট করার টিপস দেওয়া চলছে। আমি যতদূর মনে মনে বুঝি এটা বেয়াইনি। যদি বেয়াইনি হয় তবে আমি জানি না যারা এটা করছে তারা এটা করার সাহস কিভাবে পাচ্ছে। আমি কোন নেট কোম্পানির মালিক না হওয়া সত্তেও কেন এটা বলছি? কারন আমি এটা বোঝার চেষ্টা করছি আমার অনুভুতিতে কোন ভুল আছে কিনা।
আমার যদি কোন ভুল থাকে তবে টেকটিউনসের প্রোমোটারদের কাছে জানতে চাইব আমার ভাবনায় কোন ভুল আছে কিনা।
আমার লেখা পড়ে অনেকে বলতে শুরু করে দিয়েছেন,ওরে ব্যাটা কিছু বেকার ছেলে যদি এটার দাড়া আয়ের পথ পায় তবে তোর এত হিংসা হচ্ছে কেনো।
এক কথায় এর উত্তর দেওয়া কঠিন, আমি সরাসরি কোন তর্কে না গিয়ে বরং একটা উদাহরন দিয়ে বোঝানোর চেষ্টা করি।
মনে করুন একটা পুকুরে ডুব দিয়ে মাটি সরালেই ২৪ ক্যারেট সোনার কয়েন পাওয়া যাচ্ছে এবং কিছু বেকার ছেলে এটার সন্ধান পেল যারা টপাটপ সেগুলো তুলছে। সরকারের তরফেও এই সোনা তোলায় কোন নিষেধ থাকল না।
আপনি কি মনে করেন যে যারা বেকার না তারা সবাই চুপচাপ দাড়িয়ে এটা দেখে যাবে আর সুযোগ থাকা সত্তেও সোনার কয়েনগুলো পাওয়ার চেষ্টা করবে না। আশাকরি এটা বুঝে গেছেন গরীব বড়লোক সবাই এটা পাবার জন্য ঝাপিয়ে পড়বে।
এবার মনে করুন আপনার একটা নেট কোম্পানি আছে আর আপনার কোম্পানি থেকে সবাই ফ্রীতে নেট করে যাচ্ছে। আপনি কি চেয়ে চেয়ে এটা উপভোগ করবেন আর আপনার ব্যাবসাটা চালিয়ে যাবেন? নাকি কোন ব্যাবস্থা নেবেন? আর কিছু না পারবেন অন্তত কোম্পানিটা বন্ধতো করতে পারবেন। মনে রাখবেন আপনার দেশেরই কোন নাগরিক কিন্তু ব্যাবসাটা করছে।
যারা টাকা খরচ করে ওয়েবসাইট বানিয়ে ফ্রীতে আপনাকে পরিষেবা দেয় তাদের আয়ের উৎস কি জানেন? বিজ্ঞাপন। যেমন আপনাদের প্রিয় এই টেকটিউনস সাইটটা।
বলুনতো নেট কোম্পানি যদি ফ্রীতে সবাইকে নেট পরিষেবা দেয় তবে তাদের আয়ের উৎস কি? যা দিয়ে তাদের ব্যাবসাটা লাভজনক হবে। আমি জানি আপনাদের কাছে এর উত্তর নেই। আমার কাছেও নেই।
আসলে কিছু লোকের নেটে সবকিছু ফ্রীতে পেতে পেতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন খোদ নেটটাকেই ফ্রীতে গিলে খেতে চাইছে।
কিন্তু সত্যিই কি নেটটা ফ্রীতে পাওয়া অত সহজ? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে বোধহয় না। আমার উপরে দেওয়া উদাহরনের মত তাহলে টেকটিউনসের প্রোমোটারাও ফ্রীতে নেট ব্যাবহার করে এই সাইটটা চালাতে শুরু করে দিয়েছে। বোধহয় না, অন্তত আমার কাছেতো তেমন কোন খবর নেই, আপনার কাছে আছে কি?
অনেকে বলবেন এটাতো শুধু মোবাইলএ হবে পিসিতে হবে না। তাহলে আপনার উপরের কথা এখানে খাটে না।
আমি বলি ডেটা ডঙ্গল বা ট্যাবে সিম ভরে চেষ্টা করে দেখতে পারেন কারন আমি তো ট্যাবে সিম ভরে পিসিতে করি তবে ফ্রিতে নয়। যদি কাজ না হয় দামি বিভিন্ন কোম্পানির মোবাইলে সিম ভরে করতে পারেন কারণ দামি সেটগুলোতে প্রায় পিসি মতই সব করা যায়। তবে এই টিপসগুলো আমি বেকার ছেলেদের জন্য বলছি না টেকটিউনসের মত সাকারদের জন্যই বলছি কারণ এতে কম করে ৫০% কাজতো হয়ে যাবে। আমি ১০০% সিওর টেকটিউনসের মত সাকাররা আমার এই টিপসটা নেবে না, তারা টাকা খরচ করেই নেট করছে এবং তাই করবে।
আর একটা কথা হল যদি ফ্রীতে নেট করাও যদি যায় এটাতে অনেক ঝামেলা ও সময়ের অপচয়ও হবে বলে আমি মনে করি।
কারণ আমি এটা বুঝলাম একটা ফ্রী নেটের সম্বন্ধে লেখার উপরে কিছু কমেন্টস দেখে। অনেককে দেখলাম ঠিকমত সাকসেস হতে না পেরে ছটপট করছে যা ধরা পড়ছে তাদের লেখায়। তবে অনেকে সফল সেটা আমি জানি। আমি তাদের দুটো প্রবাদ বলব ১) কিছু দিনের জন্য কিছু লোককে বোকা বানানো যায় কিন্তু সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না। ২) চালাকির দাড়া কোন মহৎ কাজ হয় না।
আপনার ভাবনা যদি সৎ না হয় আপনার সব কাজেই তার প্রভাব পড়বে যা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দেবে। তাই আমি বলি জীবন থেকে যে সময় একবার চলে যায় তা আর কোন দিনই ফিরে আসে না। আর এটাতো নিশ্চয়ই শুনেছেন সময়ের দাম টাকা মত। তাহলে এটাতো বলতেই পারি পরোক্ষে টাকাই খরচ হচ্ছে। তার উপর একটা চিন্তা থাকছে কখন নেটটা বন্ধ হয়ে যাবে কে জানে।
অনেকে বাহানা দিচ্ছেন নেটের এত খরচ বেকাররা কি করে নেট করবে। তাদের অনুরোধ করবঃ-
১) নেট ছেড়ে কম খরচের অন্য কোন ব্যাবসা করুন।
অথবা
২) টেকটিউনসের নীচের টিউনগুলো ক্লিক করে পড়ুন তাহলে নেটের এত খরচ এটা আর বলবেন না। -
http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/20485
http://www.techtunes.com.bd/internet/tune-id/15280
http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/38818
http://www.techtunes.com.bd/reports/tune-id/126048
http://www.techtunes.com.bd/internet/tune-id/71199
http://www.techtunes.com.bd/internet/tune-id/159101
http://www.techtunes.com.bd/mobileo/tune-id/229485
তবে উপরের লিঙ্কগুলোই শেষ কথা নয়, আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন আরও কম খরচের প্যাক খুজে বার করুণ। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকের মধ্যে তুলনা করে এখানে বিস্তারিতভাবে লিখে টিউন করুণ।
আমার ভাবনা ভুল না ঠিক সেটা শুধু টিউন ভাইরাই বলবেন না, টেকটিউনস ও টেকটিউনসের মত অন্য সাইটের প্রোমোটার ভাইদেরও মন্তব্য করতে অনুরোধ করছি কারণ নেটে আমরা শুধু শেখাতেই আসি না, শিখতেও আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।