আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সেই রানী

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................

তুমি সেই রানী বইটি আরব বিশ্বের সাড়া জাগানো একটি নারী গ্রন্থ। বইটি পড়ার পর পাঠকের অনূভুতি ও প্রতিক্রিয়া এত বেশী ছিল যে তা দিয়ে আলাদা একটা বই তৈরী করা যাবে। লেখকের লেখার কিছুটা অংশ পাঠকের সুবিধার জন্য তুলে দিচ্ছি,পাঠক বিচার করবেন লেখকের লেখনী সম্পর্কে- তোমার কানে কানে কিছু কথা বলে আমি এবার বিদায় নেবো। আশা করি আমার কথা তোমার কান স্পর্শ করার আগে তোমার হৃদয় স্পর্শ করবে। সংখ্যায় যতোই বাড়ুক পাপাচারিণীরা তুমি বিভ্রান্ত হবে না।

পর্দা নিয়ে যারা অবহেলা করে কিংবা বাঁকা কথা বলে কিংবা যুবকদেরকে ধরতে ফাঁদ পাতে,কিংবা অবৈধ প্রণয়ের পৃ্থিবীতে হারিয়ে যায়,হারামের ভিতর খুঁজে ফিরে তৃপ্তি ও শান্তি,নাটক সিনেমায় কাটিয়ে দেয় জীবনের মহা মূল্যবান সময়,জীবন যাপন করে লক্ষহীন,উদ্দেশ্যহীন,তাদের সংখ্যাধিক্যে তুমি ভেঙে পড়বে না বিভ্রান্ত হবে না। পরিষ্কার ভাষায় তোমাকে বলতে চাই-আমরা বাস করছি এমন এক যুগে,যখন ফেতনা-ফাসাদের জয়জয়কার সর্বত্র। মুমিনের সংকট সবখানে বিভিন্ন আকৃ্তিতে। এখানে চোখের ফেতনা। ওখনে কানের ফেতনা।

এখানে একজন পসরা মেলে বসেছে অশ্লীলতার। ওখনে একজন দোকান খুলেছে পাপাচারের। কেউ আবার ডাকছে-অবৈধ মালের দিকে। পাপের বাজারের রমরমা অবস্থা দেখে মনে হয়-আমদের যুগটা সেই যুগের কাছে চলে এসেছে,যে যুগ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন-“তোমাদের জন্য অপেক্ষা করছে –ধৈর্যের দিন,তখন ধৈর্য ধরা মানে হাতের মুঠোয় কয়লা ধরে রাখা। তখন সৎ কাজের বিনিময় হবে এখন থেকে পঞ্চাশগুন বেশী”।

শেষ জামানায় সৎ কাজে কোনো বন্ধু পাওয়া যাবে না। সাহায্যকারী মিলবে না। পাপাচারদের জয়জয়কারে নেক আমলকারী হবে নিঃসঙ্গ,অপরিচিত। নিঃসঙ্গ বটে। পাপাচারীরা ঢাকঢোল পিটিয়ে পাপাচার করবে আর নেক আমলকারী তাদের দাপট ও ভিড়ে শুধু নিরবে কাঁদেবে।

তারা গান শুনবে। গানের আসর বসাবে। আর নেক আমলকারী গান শুনবেন না,আসরও বসাবেন না। তারা পরনারীকে দেখে দেখে চোখের জ্বালা মেটাবে। আর নেক আমলকারিরা আনত চোখে নীরবে পথ চলবে।

তারা লিপ্ত হবেন-যাদুবিদ্যায় ও শিরকে,আর নেক আমলকারী অটল অবিচল থাকবে ঈমান ও তাওহীদে। মুসলিম শরীফের হাদীস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন-“ইসলাম শুরু হয়েছিলো অপরিচিত ও অচেনা অবস্থায়। আবার ইসলাম ফিরে যাবে আগের সেই নিজের অবস্থায়। কিন্তু সুসংবাদ ইসলামকে আকড়ে ধরে থাকা সেই অপরিচিত,অবহেলিত উপেক্ষিত ও অচেনাদের জন্যই ডাউনলোড লিঙ্ক- তুমি সেই রাণী-১ তুমি সেই রাণী-২


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।