আমাদের কথা খুঁজে নিন

   

শত শত ব্লগারের প্রতিবাদী স্লোগানে সফল হলো আজকের মানব বন্ধন।

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

আজকে প্রেসক্লাবের সামনে আমাদের মানব বন্ধন সফল হয়েছে। আজকে অনেকের সাথেই পরিচয় হলো। অনেক অনেক মানুষের প্রতিবাদে মুখরিত ছিলো ফেলানী হত্যাকান্ডের প্রতিবাদ। ফেলানী কে হত্যার তীব্র প্রতিবাদে আয়োজন করা হয়েছিলো এই মানব বন্ধন।

ছবি গুলো আমি নিজে তুলেছি। কিছু লাইনে দাড়ানোর সময়। কিছু আবার লাইন থেকে বের হয়ে তুলেছি। সেখানে অনেক ব্লগারের সাথে পরিচয় হয়েছে। অনেকেই আমাকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে।

লালসালু,শ মশীর, স্পেলবাইন্ডার, শিপুভাই, চে গুয়েভারা২, সরল মানুষ, অনেকের সাথেই পরিচয় হয়েছে। স্পেলবাইন্ডার ভাই, লালসালু,শিপুভাই, চে গুয়েভারা২,স'মশীর ভাইয়ের সাথে ছবি তুলেছি। কিন্তু তাদের অনুমতি না থাকায় ছবি দিলাম না। সাইফ হিমুবেস্ট এর সাথে পরিচয় হয়েছে অনেক পরে। অনুষ্ঠানের প্রায় শেষে।

উনি তার ব্যাক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন। অনেকে যারা আমাকে দেখেনি তারা সবাই আমাকে দেখে অবাক আর বিস্মিত হয়েছে। তারা আমার সাথে অনেক কথা বললো। আমার নিকের পিছনে যে মানুষটি আছে তাকে জানার আগ্রহ অনেকেরই ছিলো। আজকে তাদের সাথে মন খুলে কথা বললাম।

শিপু ভাই কে খুব ভালো লেগেছে। সে আমার দেশী মানুষ। অনেক কথা হলো। আসার সময় তিনি আমাকে রিকশা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিলেন। রিকশা তে ভ্রমনের সময়ও তার সাথে অনেক কথা হলো।

আমার ফোন নাম্বার অনেকেই নিয়েছে। তাদের সাথেও আমার নাম্বার শেয়ার করলাম। সব মিলিয়ে আজকের প্রতিবাদী মানব বন্ধন অনেক সফল হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।