ভালবাসী বাংলাদেশ
সম্প্রতি ইন্ডিয়ার একটি টিভি চ্যানেল সনি টিভি এক নতুন অনুষ্ঠান নিয়ে আসছে। যার হেডলাইন মা বদল। অনুষ্ঠান টি মনে হয় যে সকল ছেলে মেয়ে রা তাদের মা-কে নিয়ে তুষ্ট না তাদের মা বদল করবার সুযোগ। ইন্ডিয়া কত রকমের অনুষ্ঠান দেখাচ্ছে আমাদের, আসলে আমার মনে হয় তারা সুস্থ চিন্তা নিয়ে আর কোন অনুষ্ঠান নির্মান করতে পারছে না। কিছুদিন আগে যুবক যুবতী দের দেয়া হল স্বামী/স্ত্রী। যদি এমন হত কোন এতিম ছেলে/মেয়েকে কোন নতুন দত্তক বাবা/মা দেয়া হচ্ছে তা হয়ত মনে হত উদারতার বহিঃ প্রকাশ। কিন্তু আমার মা বদল আমি সম্পূর্ন পৃথিবীর বদলে কাউকে দিব না। এখনে কেউ আমাকে স্বর্থপর বা আরো খারাপ যাই ভাবুক না কেন। তাই আমার মনে হয় ইন্ডিয়ান চ্যানেলের এম আজগুবি বস্তা পচা অনুষ্ঠান দেখা তো দুরে থাক অন্য কেউ যেন না দেখে এ ব্যাপারে সকলকে উৎসাহিত করা আমি পবিত্র কাজ বলে মনে করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।