আমি মোটামুটি ভালো কিন্তু সুখি নই। তছারা,হতাশা,একাকিত্ব,স্বপ্ন এগুলো নিয়ে থকি। আমার জীবনের কাঙ্খিত মানুষের পথ পানে বসে আছি জানি সে কখনো আসবেনা তবুও.....................
যৌতুকের দাবিতে মাদারীপুরের শিবচরে শারমিন আক্তার (১৮) নামের এক নববধূকে শ্বশুরবাড়ির লোকজন গরম খুন্তির ছেঁকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গৃহবধূ নিজেই বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বর্তমানে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তিন মাস আগে উপজেলার উমেদপুর ইউনিয়নের কোমেরপাড় গ্রামের রব তালুকদারের ছেলে লিটন তালুকদারের সঙ্গে কাচিকাটা গ্রামের মজিদ সিকদারের মেয়ে শারমিন আক্তারের (১৮) বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর-শাশুড়ি শারমিনের কাছে দুই লাখ টাকা দাবি করেন। শারমিনের পরিবার ১৫ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন চলতে থাকে। গত সোমবারও এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে শাশুড়ি জাহানারা বেগম, ননদ শিল্পী ও চাচিশাশুড়ি হনুফা বেগম মিলে শারমিনকে মারধর করেন। পরে তাঁরা শারমিনের কাঁধে গরম খুন্তির ছেঁকা দেন।
চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। পরদিন শারমিন নিজেই স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
শারমিন বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমাকে মারধর করত ওরা। আমি এর বিচার চাই। ’ শারমিনের বড় ভাই আল-আমিন বলেন, ‘বিয়ের সময় যৌতুক না চাইলেও বিয়ের পর থেকেই ওরা আমার বোনের ওপর নির্যাতন শুরু করে।
’
এদিকে লিটন তালুকদার যৌতুকের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ও (শারমিন) আমার পরিবারের সঙ্গে থাকতে চায় না। তাই নিজেই অশান্তি করে। ’ শাশুড়ি জাহানারা বেগম বলেন, ‘আমি ওরে বিয়ের পর থিকা বৌমা বইলা ডাকি। ও নিজেই গায়ে ছেঁকা দিছে। ’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।