আমাদের কথা খুঁজে নিন

   

এই দৃশ্য স্থিত হলে



ফোঁটা ফোঁটা সোমরসের মতো ঝরে পড়ছে জ্যোৎস্না আমার বাগানে তবু তোমার প্রদীপ যেন জ্বলে আমার উন্মুখর হৃদয়ের মতো; জ্যোস্না গলে তোমার প্রদীপের আলোর ভেতর সেঁধিয়ে গেলে আমি দেখি তোমার চোখ আমার হৃদয়ের মতো জ্বলছে। অপার্থিব বলো আর যাই বলো আরব্যরজনীর পাতা থেকে উঠে আসে যেন এক ডানাওয়ালা পরী আমার বাগানে।কিংবা কোনো আফ্রোদিতি হোমারের ছাতা ধরে হাসে। জ্যোৎস্না গলা রাতে জেরবার আমি যেন এক নেফারতিতি সরোবরের মতো অতল তোমার চোখে হারিয়ে যেতে থাকি। এই দৃশ্য স্থিত হলে আমিও ডুব দিতে পারি পরাবাস্তব কোনো বাস্তবের মাঝে কিংবা জাদুবাস্তবতার অনন্ত পুকুরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।