::::: দেখবো এবার জগতটাকে :::::
ছেড়া দ্বীপ।
শীতের শুরু (নভেম্বর) পূর্নীমা রাতের হিসেব করে গেলাম সেন্ট মার্টিনে। প্রায় ৫ বছর পড়ে এলাম দারুচিনি’র দ্বীপে। ঈদের পর পর। লোকে লোকারন্য।
যেন নিঝুম প্রবাল দ্বীপ নয়, ওয়ার্লকাপের ম্যাচ হচ্ছে। ভাগ্যিস আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম, নইলে গাছ তলায় রাত কাটাতে হতো। দ্বীপের অবস্থাও এই ৫ বছরে সর্বশান্ত। তবুও পূর্নীমা রাতে জোয়ারের গর্জন শুনতে শুনতে বীচের এ মাথা ও পাথা দৌড়া দৌড়ি করে বেড়ানর আলাদা মজা।
ছেড়া দ্বীপে দেখলাম স্থায়ী দোকান হয়েছে।
প্রবাল বেচা কেনাও বেড়েছে কয়েকগুন। তার পরেও ভাটার সময়ে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে হেঁটে হেঁটে মুল দ্বীপে ফেরার আনন্দটা কমলো না একটুও।
Sun is shining, the weather is sweet
Make you want to move your dancing feet
To the rescue, here i am
Want you to know, y'all, where i stand
মেঠো চাঁদ বলেঃ
'আকাশের তলে
ক্ষেতে-ক্ষেতে লাঙ্গলের ধার
মুছে গেছে-ফসল-কাটার
সময় আসিয়া গেছে, চ'লে গেছে কবে !
শস্য ফলিয়া গেছে-তুমি কেন তবে
রয়েছো দাঁড়ায়ে
একা-একা! ডাইনে আর বাঁইয়ে
নড়-নাড়া-পোড়া জমি-মাঠের ফাটল,
শিশিরের জল !...
রহস্যের দ্বীপ। (টেকনাফ)
দ্বীপ বালকেরা।
কলঙ্কে ভরা পূর্ণীমা’র চাঁদ।
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাত দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোল গাল।
ছিটকিনি’টা আস্তে খুলে পেড়িয়ে গেলেম ঘর
ঘুম ভাঙ্গা এই মস্ত শহর কাঁপছিলো থর থর। ...... আল-মাহমুদ।
প্রবাল দ্বীপে...
স্মরনীয় সুর্যাস্ত।
বেলা শেষে বেলাভুমি।
লোন রেঞ্জার।
আগ্রহী'রা জলছাপ বিহীন এবং হাই রেজ্যুলেশানে দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।