http://www.facebook.com/ruman125
নোটিশবোর্ড থেকে:
আমরা বিশ্বাস করি কোন ব্লগে মাইনাস রেটিং একজন ব্লগারকে তাঁর লেখায় নিরুৎসাহিত করে।
এটা ঠিক যে অনেক কষ্টে লেখার পর মাইনাস পাওয়া আসলেই মন খারাপ হয়। সেক্ষেত্রে একজন ব্লগার নিরুৎসাহিত হতে পারে কিন্তু যখন একটা লেখায় কোন খারাপ কমেন্ট পরেতখন সে আরো নিরুৎসাহিত হয়। সেক্ষেত্রে কি কমেন্টও বন্ধ হয়ে যাবে?
ব্লগে মাঝে মাঝে এমন সব লেখা আসে যা বিরক্তিকর, অনেক ক্ষেত্রে কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে এধরনের পোষ্ট দেয়। সেক্ষেত্রে মাইনাস অনেক কার্যকারি।
ফালতু পোষ্টে মাইনাস দিলে লেখকও সাবধান হয়। এসব জায়গায় কমেন্ট করতে বাধ্য হলে কয় জন যে জেনারেল হয় কে জানে??
রিপোষ্ট আরেকটা বিরক্তিকর ব্যাপার। একবার রিপোষ্ট দেওয়া যায় কিন্তু অনেকে একটা পোষ্টে এতবার রিপোষ্ট করে যে সবাই বিরক্ত হয়। জেনে শুনে যারা এসব করে তাদের বুঝনো কঠিন। একারনেই এসব পোষ্টে মাইনাস দেখা যায় অনেক।
ছাগু ভাদা ইচ্ছা মত পোষ্ট দাও মাইনাস খাবার ভয় নাই। আর কমেন্টে উল্টাপাল্টা হলে ব্যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।