আমাদের কথা খুঁজে নিন

   

৬ শর্তে কায়সারের জামিন

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এই আদেশ দেয়।
এজন্য কায়সারকে পাসপোর্ট জমা, গণমাধ্যমের সঙ্গে কথা না বলা, বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা, সাক্ষীকে প্রভাবিত না করা, রাজধানীর বনানীর বাসায় অবস্থান ও দেশের ভিতরে অন্য কোথাও ভ্রমণ না করার শর্ত দেয়া হয়েছে।
গত ২৩ জুলাই সৈয়দ কায়সারের জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
আবেদনে তিনি বলেন, ৭৩ বছর বয়সী কায়সার বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত এবং তার চলাফেরায় সাহায্যের জন্য দুজন লোক লাগে।
অন্যদিকে কায়সারের জামিন আবদনের বিরোধিতা করে প্রসিকিউটর রানা দাশগুপ্ত তাকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।


শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে কায়সারের জামিন মঞ্জুর করে।
এর আগে গত ২২ মে কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
গত ১৫ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওই দিন রাতে গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।


কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ও বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।
হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।