শেষ বলে কিছু নেই
গহন রাতে, রাতের সানুদেশে জ্বলে ওঠে চন্দ্রাক্ষর
নক্ষত্র-কলম তরল আগুনে
তীব্র যন্ত্রনায়,
গাঢ়ো আশ্লেষে কুয়াশায় লিখে দেয় স্নিগ্ধ-সকালের লিরিক
কুঁই কুঁই করে ডেকে ওঠে অবিশ্বাসী অন্ধ কুকুর;
ওখানে একদা গ্রাম ছিল, এখন ডানাভাঙা দোয়েল দিনভ’র খোঁজে
পূর্ব পুরুষের হাড়গোড়, ছিড়ে কুটিকুটি হওয়া গোপন পদ্য
তুমি ছিলে না, জীয়ন-শ্লোক ভেসে গেছে জলের অতল টানে
তুমি ছিলে না, কঙ্কাল হয়েছে সুবর্ণগ্রাম, পুড়েছে রক্তখাতা
তবু রাতের সানুদেশে জ্বলে ওঠা ফেরারী হরফের আলোয়
মোটা লেন্সের ভেতর পাশ ফিরলে ধূসর বিস্মরণ,
মেঘ উড়ে উড়ে আকাশের গায়ে শ্লোক লেখে...
মতান্তরে তোমাকেই লিখে চলে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।