স্ট্র্যাটেজি গেম ভালবাসেন?
উত্তর যদি হ্যা হয় তাহলে নিশ্চই এতদিনে StarCraft 2: Wings of Liberty গেমটি খেলে ফেলেছেন।
যারা পিসি গেমার অথচ এখনও এই গেমটি খেলেন নি তাদের জন্যই রিভিউটি লেখার চেষ্টা করছি।
StarCraft 2: Wings of Liberty কে নিঃসন্দেহে ২০১০ এর সেরা পিসি গেম বলা যায়। এটি StarCraft: Blood War এর পরের পর্ব।
গেমটির Graphics, Game-play এবং Storyline এক কথায় অসাধারণ।
অনেক স্ট্রাটেজি গেমেই দেখা যায় Game-play অনেক জটিল প্রকৃতির। StarCraft 2: Wings of Liberty এর ক্ষেত্রে আমার মোটেও তা মনে হয় নি।
গেমটিতে ৩ টি জাতি আছে।
Terrans- এরা পৃথিবী থেকে বহু আগে নির্বাসিত মানুষ
Zerg- এলিয়েন প্রজাতি যারা ভাইরাস এর মাধ্যমে শুধু বংশ বৃদ্ধি করে।
Protoss- এরাও এলিয়েন তবে বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রচণ্ড সাইকিক ক্ষমতার অধিকারি।
অন্যান্য স্ট্রাটেজি গেমের মতো এই গেমে যে কোন জাতি নিয়ে খেলা যাবেনা। একটি মাত্র Campaign এ story line অনুযায়ী single player হিসেবে খেলতে হবে। (যেহেতু আমরা গেমের পাইরেটেড version খেলি এবং offline এ খেলি তাই multi-player খেলার আশা বাদ দেন)
গেমটির নায়ক Jim Raynor. জিম একজন Terrans এবং একটি বিদ্রোহী mercenary গ্রুপের নেতা। তাকে একাধারে Terrans এর corrupt government, Zerg আবার কখনও Protos দের সাথেও যুদ্ধে লিপ্ত হতে হয়।
Zerg এর নেতা আবার জিমেরই প্রেমিকা সারাহ যে কিনা এখন Queen of Blades নামে পরিচিত।
মূলত Terrans এর corrupt government নেতা Valerian Mengsk এর ষড়যন্ত্রে সারাহ Zerg এর দ্বারা আক্রান্ত হয়ে Queen of Blades এ রুপান্তরিত হয়েছে।
তাই জিমের মূল লক্ষই থাকে Valerian Mengsk কে ধ্বংস করা।
গেমটি সিকুয়াল হলেও কাহিনী বুঝতে কোন সমস্যাই হবে না। Story-line টাই এরকম। এই পর্বের সমাপ্তিটাও চমৎকার।
কোন Download link দিলাম না। কারণ নেট থেকে নামালে অনেক কিছু কাটছাঁট অবস্থায় নামাতে হবে। তখন খেলে এর আসল মজাটাই পাবেন না। DVD কিনে বা সংগ্রহ করে খেলে দেখুন। আশা করি ভালো লাগবে।
System Requirements:
Operating System: XP, Vista, 7
Processor: 2.0 GHZ or higher
RAM: 1 GB for XP, 1.5 or higher for Vista & 7
Video Card: 128 MB minimum, 512 Recommended
আমার পিসি তে যে configuration ছিল।
Operating System: XP
Processor: 2.4 GHZ core to Duo
Ram: 2 GB
Video Card: 512 MB Nvidia GForce 9500GT
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।