আমাদের কথা খুঁজে নিন

   

কবি মহাদেব সাহার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

বাংলাদেশের সমকালীন কবিতায় মহাদেব সাহা প্রেমের কবিতায় একটি বিরলপ্রজ নাম। তিনি সাদা মাঠা ভাষায় সাধারণ উপামায় প্রতীকে যে সহজ সাবলীলভাবে কবিতা লিখেছেন তাতে তাঁর একটি বিশিষ্ট স্থান আছে বাংলাসাহিত্যে।

মহাদেব সাহাকে আমার ভালো লাগে বললে আমার এক অধ্যাপক স্যার আমাকে বলেছিলো তুমি মহাদেব সাহাকে অনুকরণ করলে তুমি হবে গ্রামের সলিমুল্লাহ। তখন মানে বুঝিনি। মানে বোঝার বোধকরি আমার আর দরকার নেই। শুধু জানি মহাদেব সাহা বাংলা কবিতায় একটি অন্যন্য নাম। আজ কবির জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।

তিনি দীঘায়ূ হউন, এক প্রার্থনা করি বিধাতার কাছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।