আমাদের কথা খুঁজে নিন

   

আজ শহীদ আসাদ দিবস



আজ ২০ জানুয়ারী শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে আসাদ বাহাউদ্দিন ডিএসপি নামের জনৈক পুলিশ অফিসারের পিস্তলের গুলিতে শহীদ হন। তার মৃত্যুতে সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠে যা পরবর্তীতে গনঅভ্যুন্থানে রুপ নেয়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে সূচনা করেছিল একটি নবজাগরণের আর সেই পথ ধরেই হয়েছিল মুক্তিযুদ্ধের পটভূমির মঞ্চায়ন, বাংলার মানুষ দেখেছিল মুক্তির স্বপ্ন, পেয়েছিল স্বাধীনতা। '৫২ দিয়ে হয়েছিল শুরু, আর ’৬৯-এ যে আকাংখা আরো তীব্র হয়ে প্রোথিত হয়েছিল মানুষের মনে, হয়ে দাঁড়িয়েছিল সময়ের ব্যাপার, ক্রমে সেটাই স্বাধীনতার রূপ পেয়েছিল একাত্তরে।

আর ইতিহাসের সেই যুগসন্ধিক্ষণে যে ঘটনা আন্দোলনের ডাক ছড়িয়ে দিয়েছিল মানুষের রন্ধ্রে রন্ধ্রে, সারা দেশের আনাচে কানাচে, তা হল তৎকালীন স্বৈরাচারী আইয়ুব (যার নামে রাখা আইয়ুব গেইট পরে হয় আসাদ গেইট) মোনেম শাসক চক্রের বিরুদ্ধে সংগ্রামরত অবস্থায় ঢাকার রাজপথে পুলিশের নির্মম গুলিতে এক অকুতোভয় ছাত্র কৃষক নেতার শহীদ হওয়া। ২০ জানুয়ারি শহীদ হওয়া সেই ছাত্রটির নাম আসাদ, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান,যে ছিল ইতিহাসের সেই আগুনঝরা সময়ের প্রথম স্ফুলিঙ্গ, ’৬৯-এর গণআন্দোলনে প্রাণদানকারী প্রথম সৈনিক, প্রেরণার এক অগ্নিময় মশাল। প্রতি বছর ২০ জানুয়ারী আসাদ দিবস হিসেবে পালিত হয়। কিন্তু আমাদের নতুন প্রজন্মের অনেকের কাছেই দিনটির তাৎপর্য অজানা। তাই এই যুগের কাছে, নতুন প্রজন্মের কাছে আসাদের কীর্তির কথা, তার আদর্শের কথা তুলে ধরা খুব জরুরি হয়ে পড়েছে।

এতে করে তারা জানবে মুক্তিযুদ্ধের পটভূমিতে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে থাকা এক শহীদের কথা, রক্তমাখা এক টেরিলিনের শার্টের প্রাণের পতাকা হয়ে উঠার গল্প। আসাদের ভাই ইঞ্জিনিয়ার এফ এম রশীদুজ্জামান এর তত্ত্বাবধানে আমরা আসাদকে নিয়ে একটা ওয়েবসাইট করেছি। এর কাজ এখন চলছে। আপনারা চাইলে সাইটটা ভিজিট করতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম।

লিঙ্কঃ শহীদ আসাদ রিপন পারভেজ onset communications http://www.onset.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।