কবিতা লেখা সহজ , কাউকে কিছু বোঝানোর দায় থাকে না । বুঝলে বুঝলো-না বুঝলে নাই । আমার মত আমি লিখছি । কবি হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্বেচ্ছাচারী মানুষ । দুনিয়া যেখানে যাবে যাক , তার সেইটা নিয়ে তেমন কোন মাথাব্যথা থাকে না ।
যুগ নিয়ে , মানুষের দুঃখ কষ্ট নিয়ে কবিতা লিখে বিখ্যাত কবির সংখ্যা নিতান্তই কম না । কিন্তু তারপরও কবি তার নিজের জগতে নিজেই সর্বেসর্বা ।
কতোবার চেষ্টা করেছি গল্পে অথবা উপন্যাসে কিংবা কোন একটা প্রবন্ধ লিখে নিজের ভাব প্রকাশ করে দিব । কিন্তু হয় নাই । শব্দ আসে না, বর্ণনার উপোযুক্ত ভাষা পাই না অথবা মনে ভয় কাজ করে ।
যদি শেষ করতে না পারি ! যদি শেষ করার পর সবাই সত্যি সত্যি বুঝে যায় কি বলতে চাইছি ! মিথ্যা আর মুখোশে সাজানো নিজের পুরা পৃথিবী যদি এক নিমেষে ভেঙ্গে পরে ! তাড়া করে ফিরে অচেনা আর্তনাদ , চেনা কোন কান্না , যাকে না চেনার তীব্র আকুলতা নিয়ে দু হাতে কান চেপে ধরি !!
অথচ কবিতা আসে, গোপনে বা প্রকাশ্যে-কখনো নারী, কখনো ব্যর্থতা-কখনো যাপিত জীবন নিয়ে উচ্ছ্বাস বা হতাশা থেকে । এখানে তো আমি স্বাধীন, যা ইচ্ছা তা করার অধিকার আমার । নিজের মুখোশ আরো শক্ত করে মুখে এটে নিয়ে সেখানে আরো রঙ চড়িয়ে যা ইচ্ছা তা সাজো । মানুষ যা ভাবতে চায় তাকে তাই ভাবাও , যে যা দেখতে চায় তাকে তাই দেখাও, যে যা শুনতে চায় তাকে তাই শুনাও । ওয়াও ম্যান ,লাইফ ইজ বিউটিফুল...!
যাই হোক এখন জীবনানন্দ মনে পড়তেছেঃ
"
যদি এমন চ'লে যাবে তবে
কালের মহাসাগর হ'য়ে রবে
আমার হাতের জলের অঞ্জলি;
মন ছাড়া কেউ বোঝে না তাই মনকে আমি বলি
"
অবশ্য আমার আর বলার মতো কিছু নাই (কোনদিন ছিলোও না কিছু) ।
হুদাই আজাইরা গে্জাই...মন মিজাজ ঠিক না থাকলে তখন আউলা ঝাউলা চিল্লাই ! সুবিধা হইলো এখানে চিল্লাইলে কেউ গুতায় না শান্তিমত চিল্লানি যায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।