ক্লান্ত ..............।
আজ সন্ধায় গাড়ি নিয়ে ড্রাইভ এ বাহির হই, সাথে মুন(আমার ব্যান্ড এর ড্রামার)। বনানী ১১ নাম্বার রোডে এক সিএনজি আমার গাড়ি মেরে দেয়। আমি তাকে থামাই। অতপর আমাদের কথপকথন,
আমিঃ এইডা কার দোস
সিএনজি ড্রাইভারঃ আইয়, আ, আ, আমার
আমিঃ আমার কি করা উচিত?
সিএনজি ড্রাইভারঃ আমারে মারেন, জবাই দেন, আমি গরিব.।
.। .।
আমিঃ আমি মানুশ মারি না, জরিমানা দে, তর জমা ৭০০, এইডা দে
(ততক্ষনে উনার চাবি, লাইসেন্স আমার কাছে)
সিএনজি ড্রাইভারঃ পাসেঞ্জারকে- ভাই ১০০ টাকা দেন
আমিঃ মজা লস? যা ৫০০ দে, না পারলে আমি গেলাম। লাইসেন্স আমার কাসে, মোবাইল নাম্বার রাখ, ফোন দিয়া নিয়া যাইস
উনার আর কোনো খবর নাই, ফেরত দেবার জন্য আমি তারে এহন খুজতাসি.......আমি এহন পেইন এ আসি (উল্লেখ্য, লাইসেন্স টা অরিজিনাল)
আজীবন সিএনজি ড্রাইভার রা আমাদের পেইন দিল। একটা প্রতিশোধ নিতে যাইয়া আবার আরেক পেইন।
উফ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।