আমাদের কথা খুঁজে নিন

   

এক ফোটা উষ্ণতা .........

আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

ভীষন ব্যাস্ত শহরের তপ্ত ক্লান্ত মানুষগুলো দেহে শীত নেমে আসে শান্তির পরশ নিয়ে। আমি খুব আগ্রহ নিয়ে শীতের অপেক্ষা করি। ভীষণ কর্ষণে ধারল নখধারী মানুষগুলো কখন শান্ত হবে? ভেতরের ক্ষুধা্র্ত রাক্ষসগুলি কখন শীত নিদ্রায় যাবে? কখন উৎসবে মেতে উঠবে আমার প্রিয় এই নগরী? নগরী উৎসবে মাতে ঠিকই, কিন্তু এ উৎসবের রঙ সবার গায়ে লাগে না। পথের ধারে এক কোণে পরে থাকা শিশু ভীষণ বড় বড় তার চোখ।

আমি ওর দৃষ্টির সামনে কুকরে যাই। ওর বিবর্ণ মুখ, জামা ফেটে বের হয়ে আসা নগ্ন দেহ, চামড়া ছিড়ে বের হওয়া রক্তাত্ব ত্বক। ও যখন আমার বর্নিল পৃথিবী থেকে এক ফোটা উষ্ণতা চুরি করার ছলে ভীষন মায়াময় চোখ মেলে আমার নতুন কেনা জ্যাকেটটা দেখে আমি আমাকে লুকাবার মত আড়াল খুজে পাই না, খুজে পাই না ওর কাছে ক্ষমা চাইবার ভাষা। একটা মাঝারি মানের কম্বলের দাম ২৫৪টাকা। আমি কি পারি না একটা কম্বলের উষ্ণতা দিয়ে একটি শিশুকে রক্ষা করতে? আমার অনেক পুরানো হয়ে যাওয়া জামার প্রায় ফুড়িয়ে যাওয়া উষ্ণতা পারে এবারের মত একজন বৃদ্ধকে শীতের সাথে যুদ্ধ করে বেচে যেতে।

আমি কি পারি না এতখানি কৃপণতা ত্যাগ করতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।