আমাদের কথা খুঁজে নিন

   

বাদ দেওয়া হয়েছে আশ্রাফুলকে, মাশরাফি হিসাবের বাহিরে, ভাগ্য খুলেছে অলক কাপালির!

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

নির্বাচকদের সাজানো দল শেষপর্যন্ত টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির প্রভাবশালী কর্মকর্তাদের যুক্তির মুখে মিডল-অর্ডারে কাটা কুটা করা হয়েছে। নির্বাচকদের সাথে কর্মকর্তাদের আপত্তি সাবেক অধিনায়ক মো. আশরাফুলকে নিয়ে। প্রধান নির্বাচক রফিকুল আলম অনেক চেষ্টা করেও আশরাফুলকে ধরে রাখেতে পারেননি। মূল্যায়ন কমিটির কর্মকর্তাদের বেশির ভাগ ভিন্ন মত প্রকাশ করায় অনেকটা আত্মসমর্পণ করেন । এনিয়ে কিছু বলতে রাজি না হলেও বেরিয়ে এসেছে অলক কাপালীর নাম।

আশরাফুলকে দলে না নেওয়ার পেছনে কর্মকর্তারা যুক্তি দেখিয়েছেন শাহরিয়ার নাফিস এবং রকিবুল হাসানের অন্তর্ভুক্তিকে। এছাড়া পেসার মাশরাফি বিন মুর্তজাকে আগেই বাদ দেওয়া হয়েছে। অথচ মঙ্গলবার নির্বাচকরা শক্ত অবস্থানে ছিলেন। ২৪ ঘন্টার ব্যবধানে উলটপালট হয়ে যায় সব কিছু। নির্বাকরাও নিজেদের অবস্থান থেকে সরে আসেন।

টেকনিক্যাল ও মূল্যায়ন কমিটির কর্মকর্তাদের চাপের মুখে হেরে যান তারা। আগামীকাল ঘোষিত হতে যাওয়া বাংলাদেশের সম্ভাব্য দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, অলক কাপালী, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।