প্রশ্ন করেই যাব অবিরত
একটা পোস্ট দিয়েছিলাম। ডিলিট করে বিজ্ঞ মডুরা আমাকে জেনারেল করে রেখেছে। এই দুঃখ রাখি কই? যাই হোক, কিছু গান শুনেন-
বাউলরা বিভ্রান্ত ও ভাববাদী হোন। তাতে কোনো সমস্যা নেই- কারণ তারা মানবতার বাণী শোনান ও সবাই তাদের কাছে নিরাপদ। ছোট বেলা থেকে বাউল গান আমার প্রচণ্ড প্রিয়।
এত প্রিয় যে আমার বাউল হওয়ার সম্ভাবনা ছিল(এখনো সে সম্ভাবনা বিলীন হয়ে যায় নি)। যাই হোক, কিছু গান দেই, এই শীতে বসে বসে শুনুন-
আমি তো জানি রে বন্ধু তুমি আপনা
(প্রিয় শাহ নূর জালালের)
কুহু সূরে মনের আগুন আর
(শাহ আব্দুল করিম)
বনমালী তুমি
ওদেরকে ধরে নিয়ে আয়
গানের ভাণ্ডার দেখুন।
ডিলিট খাওয়া পোস্টটা আমু ব্লগে দিয়েছি এখানে । এখানে অহেতুক মডু বন্ধুরা মুইছা দিল। সকলের ভাল হোক।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।