মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্-লা’রা ক’ন হাত নেড়ে’, ‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
বিশ্বের বিভিন্ন স্থান থেকে কর ফাঁকি দেয়া অর্থ সুইস ব্যাংকে জমা রাখা হলেও কখনো জানা যায়নি কারা সেই অর্থ রাখছেন, এর পরিমাণই বা কত৷ রুডলফ এলমার নামের সাবেক এক সুইস ব্যাংকার লন্ডনে এসব তথ্যভরা দুটি ডিস্ক উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে হস্তান্তর করেছেন৷ এতে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে ।
উইকিলিক্সের ব্রিটিশ প্রধান কার্যালয় ফ্রন্টলাইন ক্লাবে আসাঞ্জের কাছে এই তথ্য সমৃদ্ধ সিডি দুটি তুলে দেন এলমার৷ সেখানেই আয়োজন করা হয়েছিল এই সাংবাদিক সম্মেলনের৷ সেখানে আসাঞ্জ বলেছেন, ডিস্ক দুটির তথ্যগুলো ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তবেই প্রকাশ করা হবে৷ এজন্য দুই সপ্তাহ সময় লাগতে পারে।
সংবাদ সম্মেলনে এলমার বলেন, বিশ্বেজুড়ে একটি নেটওয়ার্ক রয়েছে যারা অবৈধ অর্থ গোপন অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে থাকে৷ আমি এ ব্যবস্থার বিরুদ্ধে৷ আমি চাই বিশ্ব এই সব মানুষকে জানুক৷ আমি সত্যকে সকলের সামনে উপস্থাপন করতে চাই৷ আর এ কারণেই সিডি দুটি উইকিলিক্সের হাতে তুলে দিলাম৷ তবে তিনি বলেছেন তিনি সুইস ব্যাংকের আইন লঙ্ঘন করেননি৷ যদিও ব্যাংকের গোপনীয়তা ভঙ্গের দায়ে বুধবার সুইজারল্যান্ডে বিচারের মুখোমুখি করা হবে রুডলফ এলমারকে ৷ ২০০২ সালে সুইস জুলিয়াস বেয়ার ব্যাংক থেকে এলমারকে বহিষ্কার করা হয়৷ তিনি জুলিয়াস বায়ের ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন৷ আট বছর চাকরি করেন তিনি৷
ওই ডিস্ক দুটিতে ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানি, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ধনী ব্যক্তিদের গোপন তথ্য রয়েছে বলে জানা যাচ্ছে৷ এই তালিকায় আছেন ৪০জন রাজনীতিক।
সূত্র :
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।