আমাদের কথা খুঁজে নিন

   

মন নিয়ে খেলা

আজ আমার মন ভাল নেই

মেয়েদের মন ঠিক যেন আকাশের রং। মিনিটে মিনিটে পরির্বতন। যেন এক আকাশে স্তায়ি নয়। কখনো বরফ জমা পাহাড় হয়ে আকাশের বুকে পা রেখে পারিজমায় দূর থেকে বহু দূরে। নেছে গেয়ে ভেসে বেড়ায় প্রকৃতির হাত ধরে।

শার্তের বেগাতে কালো হয়ে অবিরাম ঝরায় চোখের জল। কখনো পশ্চিমাকাশে লাল সূর্যের মত ভেসে বেড়ায় সোনালী আলোর সাথে। কখনো মিলিয়ে যায় রাতের কালো আধারে। আর কখনো পারি জমায় দেশ থেকে দেশান্তরে। এক আকাশে পা রেখে কতনা সপ্ন দেখায় এক সাথে ঘর বাধার।

সপ্ন দেখায় চির ভালবাসার। সপ্ন দেখায় চির সবুজ বাংলার প্রকৃতির সাথে মিশে থাকার। সপ্ন দেখায় তুমি আমার, আমি তোমার, আমরা এক আকাশে ছায়া। আসলেকি তা সত্য?? একদম না, সব অভিনয়। আজ আছে তো কাল নেই, আজ একজনের হাত কাল আর একজনের হাত।

কথায় আছে, যাআছে মানি, তার আছে হানি । ঠিক যেন আকাশের রং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।