আমাদের কথা খুঁজে নিন

   

পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস

জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ৩৭তম পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস। হলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমজমাট ও জাঁকজমকপূর্ণ। ৩৭তম আয়োজনে পুরস্কৃত হলো জনপ্রিয় ছবি: দ্য টোয়ালাইট সাগা এক্লিপস জনপ্রিয় অ্যাকশন ছবি: আয়রনম্যান-২ জনপ্রিয় পারিবারিক ছবি: ট্রয় স্টোরি-৩ জনপ্রিয় কমেডি ছবি: গ্যাউন আপস জনপ্রিয় ভৌতিক ছবি: এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট জনপ্রিয় অভিনেতা: জনি ডেপ জনপ্রিয় অভিনেতা (বয়স ২৫-এর নিচে): জ্যাক এফ্রন জনপ্রিয় অ্যাকশন অভিনেতা: জ্যাকি চ্যান জনপ্রিয় কমেডি অভিনেতা: এডাম স্যান্ডলার জনপ্রিয় অভিনেত্রী: ক্রিস্টেন স্টুয়ার্ট জনপ্রিয় মুখ: রবার্ট প্যাটিনসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, টেইলর লটনার জনপ্রিয় গায়ক: এমিনেম জনপ্রিয় গায়িকা: কেটি পেরি জনপ্রিয় আরঅ্যান্ডবি গায়ক: উসার জনপ্রিয় হিপহপ গায়ক: এমিনেম জনপ্রিয় পপগায়িকা: রিয়ান্না জনপ্রিয় কান্ট্রি মিউজিক গায়িকা: টেইলর সুইফট জনপ্রিয় ব্যান্ড: প্যারামোর জনপ্রিয় গান: লাভ দ্য ওয়ে ইউ লাই (এমিনেম ফিচারিং রিয়ান্না) জনপ্রিয় মিউজিক ভিডিও: লাভ দ্য ওয়ে ইউ লাই (এমিনেম ফিচারিং রিয়ান্না) জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব: কেটি পেরি তথ্যসূত্র: ইন্টারনেট [১৩.০১.২০১১ প্রথম আলো আনন্দ পাতার জন্য লিখিত।] Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।