আমাদের কথা খুঁজে নিন

   

চার বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

সোমবার মিয়ানমারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে এ বৈঠক হয়।
বৈঠক শেষে বিজিবি-৪২ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া জানান, দুপুর ১২টায় ১নং পয়েন্ট অব এন্ট্রি অ্যান্ড এক্সিট এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
“বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা ২ জন এবং ভুল করে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশকারী ২ জনসহ চার বাংলাদেশিকে ফেরত আনা হয়।”
এরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার বেলায়েত আলীর ছেলে জামাল হোসেন, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফের শাহপরীর দ্বীপের আবুল কালামের ছেলে নূর আফসার ও টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার আবুল হাসিমের ছেলে জুবায়ের হোসেন।
এদেরকে পরিবার ও কর্তৃপক্ষের কাছে দেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।