আমাদের কথা খুঁজে নিন

   

হে কবি তোমার কবিতায় আজ ইতিহাস লেখা হবে

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... হে কবি তোমার কবিতায় আজ ইতিহাস লেখা হবে, তোমার প্রতিটি ছন্দ আজ সময়ের ফ্রেম হয়ে থাকবে- তুমি নিশ্চুপ কেন, জাগ্রত আজ বাংলার রাজপথ, বইতে শুরু করেছে রক্তের লাল স্রোত। বল তুমি আজ নিরব কেন এই ফাল্গুনের সকালে, গভীর রাতে কোকিলের মধু ডাক ভেসে আসে- তুমি আজ আনমনা আকাশের দিকে কেন তাকিয়ে, তোমাকেই তুলতে হবে আজ এই বাংলাকে জাগিয়ে। তুমি তুলে নাও কলম হাতে লিখতে শুরু কর নতুন ছন্দ, দূরভীত কর যত আঁধার পৃথিবীর সব মন্দ। আজ জাগ্রত করও মনের আলোর প্রতিটি প্রভা, নতুন শক্তিতে বিকাশিত কর বসন্তী সকলের আভা। তোমার প্রতিটি চরণই হয়ে রবে সাক্ষি, তুমি নিরব কেন, তোমার প্রতিটি শব্দ শত বছর পর হবে পঠিত তুমি তা জান- তবে আজ নিশ্চুপ আনমনা কেন হে নবীন কবি; তুল জাগরণ, বাংলার পথ-ঘাট, মাঠ থেকে শব্দ এনে ইতিহাসকে কর বরণ। বাংলার প্রতিটি মানুষ আজ জাগ্রত, জাগ্রত তারুণ্য- রচনা করনা আজ ছন্দের প্রতিচ্ছবি ইতিহাসের জন্য। আজ তুলে নাওনা কবি একটি ছিড়ে কাগজ একটি কলম হাতে- লিখ তোমার অমর ছন্দ সোনালী এই প্রভাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।