১৯৫৩ সালের ২৮শে ফেব্রুয়ারি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক James Watson ও Francis Crick double-helix structure , DNA =Deoxyribonucleic acid )। চিকিৎসা বিজ্ঞানের সর্বকালের সেরা এই আবিষ্কারের জন্য উপরোক্ত বৈজ্ঞানিক দুজন ১৯৬২ সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন। Genentech গবেষনাগারের গবেষকরা আজ এই আবিষ্কারের ৬০ বছর পূর্তী উপলক্ষে নিজেরাই মডেল হয়েছেন ডিএনএ স্ট্রাকচার এর। তাদের এই এই আবিষ্কারই পথ খুলে দেয় ক্লোনিং এর। মানুষ জন্ম দিতে সক্ষম হয় বিশ্বের সর্বপ্রথম ক্লোনিং প্রাণী ডলি নামক একটি ভেড়ার। এছাড়া তাদের এই আবিষ্কার বিভিন্ন কৃত্রিম কোষ তৈরিতেও সাহায্য করে। মানুষ ও বিভিন্ন প্রাণীর বিভিন্ন রোগের জন্য দায়ী জীন কে চিহ্নিত করে তার প্রতিষেধক আবিষ্কারে সক্ষম হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।