আমাদের কথা খুঁজে নিন

   

ব্যালটে সিল মারার অভিযোগে এসআইকে সরিয়ে নেওয়া হয়েছে



সাভার কলেজ কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে আবদুর রাজ্জাক নামের একজন উপপরিদর্শককে (সশস্ত্র) দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার লোকজন অভিযোগ করে একজন প্রার্থীর পক্ষে তিনি ব্যালটে সিল মারছিলেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের এমন অভিযোগের পর তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারের মুড়ি বইয়ে সিল দেখতে পান। তিনি জানান, এটা ওই পুলিশ কর্মকর্তার দায়িত্ব নয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, এ অভিযোগে উপপরিদর্শক আবদুর রাজ্জাককে সরিয়ে নেওয়া হয়েছে। কারচুপি বলে হয় না তাহলে এটা কি? সূত্র:http://www.prothom-alo.com/detail/date/2011-01-17/news/124232

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।