কথা ও সুরঃ জুবায়ের জুয়েল
------------------------------
রাখাল ব্যাটায় কয়- আমার মুনিবের জয়,
মুনিবের ইচ্ছাপুরণ হবেই তো নিশ্চয়!
মুনিব মোদের বাবা, তাহার করতে হবে সেবা,
মুনিব ছাড়া মহান বলো এই জগতে কেবা?
মুনিব কহে-
জোট বেঁধেছে লাল মোরগের দল! কি যে করি বল?
স্লোগান শুনেই ভয়ে আমার চোখে আসে জল!
রাখাল বলে
গোয়াল ঘরে বাঁধা কালো ষাড়। ভাবনা কিসে আর?
হুজুর শুধু হুকুম দিয়েই দেখেন না একবার!
কালো ষাড়ের কালো শিঙে হিংস্র উন্মাদনা,
লাল মোরগের লাল রক্তে মাটিতে আল্পনা!
লড়াই করে বাঁচার তরে বিপ্লবী চেতনা,
বিপ্লবী চেতনা কিন্তু কখনো মরে না!!!
তাইতো বন্ধু ডাকছি তোমায়,
দু'চোখ মেলে চাও, আর কত ঘুমাও।
এখনো আসেনি মুক্তি
অস্ত্র হাতে নাও।
----------------------- লাল সেলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।