আমাদের কথা খুঁজে নিন

   

MLM ধান্ধাবাজী, মলম কোম্পানীঃ TVI Express এর চটকাদার বিজ্ঞাপন দেখুন



কিছুদিন আগে ব্লগে একজন TVI নামের নতুন এক মলম কোম্পানীর অ্যাড দিসিলো, তারা সবাই খালি বলে ফোন করেন আমাকে, নিজে থেকে ব্লগে কিছু বলে না। যাই হোক, এই TVI এর ধান্ধাবাজী নিয়ে কেউ যদি জানতে চান, তাহলে নিচের কয়েকটা বিজ্ঞাপন দেখুন। TVI ওয়ালারা ল্যাপটপ নিয়ে বোকা সোকা বাঙালীদের এইসব ফটকা স্লাইড শো দেখিয়ে বেড়াচ্ছে, আমি তার কয়েকটা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি, TVI নিয়ে ফটকাবাজদের কথায় না ভুলে নিজে চিন্তা করুন। নিজের বিবেচনা দিয়ে ভেবে দেখুন, কি করবেন।

একজন বলল, মাত্র ৩ মাসে TVI ৭০,০০০ ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলেছে। আর একজন মেম্বার হতে নাকি ২১,০০০ টাকা লাগে। তিন মাসে নাকি ৭ লাখ, কেউ বলে ১৭ লাখ টাকা ইনকাম করবে। প্রথমে সোজা সাপটা হিসেব করুন, তারা বাংলাদেশের আম জনতা থেকে কতটাকা সাবাড় করেছে। যদি ২০,০০০ টাকা করে হলে ও নেয়, তবে ১৪০,০০,০০,০০০ (একশ চল্লিশ কোটি টাকা)।

এটা একটা মলম কোম্পানী, এই কোম্পানীর কোনো ব্যবসার অস্হিত নাই, শুধু মাত্র ওয়েবসাইট নিয়ে ব্যবসা। ওয়েব সাইটেই টাকার হিসাব। বাস্তবে নাই। সহজভাবে চিন্তা করুন, দুনিয়াতে এমন কোন ব্যবসা আছে, যেটা দিয়ে আপনি ২১,০০০ টাকা ইনভেস্ট করে ৭ লাখ টাকা পাবেন? বাকী টাকা কে দিবে আপনাকে? কিভাবে দিবে? ধরা যাক, তারা টোপ হিসেবে ১০০ জন কে কথা মত ৭ লাখ টাকা করে দিলো , তাহলে খরচ ৭ কোটি টাকা, এটাই তারা রেফারেন্স হিসাবে দেখাবে, আর আরো ৭০,০০০ মানুষকে ধান্ধায় ফেলবে। এইবার দেখুন, কিছু স্লাইড, তারা যা সবাইকে দেখায়।

১। কেন TVI করবেন? ২। ৯টা -৫টা করতে হবে না, কিন্তু সারাদিন অন্যের পিছনে গলাবাজী করতে হবে। ৩। এইগুলো শুধু কাগজে কলমে, বাস্তবে নাই কিছুই।

৪। ৫। শুধু সুন্দর সুন্দর ফটো দেখেই মন ভরাতে হবে। ৬। কিছু বুঝলনে? কিসের ব্যবসাতে নামছেন? ৭।

ছবি তো দেখালো, এইবার লাইনে আসছে, টাকার কথা। ৮। মাত্র ২৫০ ডলার দিয়ে আজীবন আপনি ডলারের বিছানায় ঘুমাতে পারবেন, TVI সেই ব্যবস্হা করে দিবে। ৯। ২ ধরণের প্যাকেজ।

১০। কেমনে হয় দেখেন। ১১। ল্যাপটপ ও পেতে পারেন, গলাবাজীর জোরে। ১২।

ইউরোপ ট্যুর দিতে পারবেন, মাত্র ঐ ২৫০ ডলার ইনভেস্ট করেই। ১৩। ব্রান্ড নিউ গাড়ি, ঐ ২৫০ই , আর লাগবে না কিছু। ১৪। বাড়ী ও পেতে পারেন।

১৫। মনে হবে স্বর্গসুখ পাবেন দুনিয়াতেই। ১৬। দালালের আইডি কার্ড থাকবে, অফিস না থাকলেও। আর কেউ যদি পুরো স্লাইডটা দেখতে চান, তাহলে এই লিংকে ক্লিকান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।