আমাদের কথা খুঁজে নিন

   

চান ফকিরের দোয়ার বরকত প্রতিদিন ২০ তলা পর্যন্ত ওঠানামা করতে পারে।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

আধা শিক্ষিত বেকার যুবক মোছলেম গ্রাম ছেড়ে শহরে গেছে চাকরির খোঁজে। দু'তিন মাস এখানে-ওখানে ঘুরে কোনো রকমে একটি চাকরি জুটেছে। লিফটম্যানের চাকরি। ২০ তলা পর্যন্ত ওঠানামা। মোছলেম মোটামুটি খুশি।

বেতন যা-ই হোক বখশিস আছে। মাথায় বোঝা নিতে হয় না; গায়ে রোদ লাগে না। এসব মিলিয়ে চাকরিটা মন্দের ভালো। সে পত্র মারফত মাকে জানায় তার চাকরির খবর। প্রতিদিন ২০ তলা পর্যন্ত ওঠানামার আনন্দের কথা মারফতে জানিয়ে মায়ের দোয়া কামনা করে যেন ভবিষ্যতে ভালো চাকরি জুটাতে পারে।

পত্রপাঠে মা অত্যন্ত খুশি। ছেলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে মা পত্রের জবাবে জানান, নিশ্চয় চান ফকিরের দোয়া ফলেছে। এখন তো মাত্র ২০ তলা; ভবিষ্যতে আরও উপরে উঠতে পারবি। মোছলেমের মা তার ছেলের জীবনের উন্নতির জন্য চান ফকিরকে অনেক কিছু দিয়েছেন। নিজে না খেয়ে ঘরের লাল মুরগির ডিম, ছাগলের দুধ, কলা, লাউ-কুমড়া কি-না খাইয়েছেন ফকিরকে।

চান ফকির অনেক দোয়া করেছেন মোছলেমের জন্য। দোয়া করে বলেছেন, খোদায় বাঁচিয়ে রাখলে মোছলেম অনেক বড় হবে। সে অনেক উপরে উঠবে। মোছলেমের মায়ের বিশ্বাস, চান ফকিরের দোয়ার বরকতেই আজ তার ছেলে ২০ তলা উপরে উঠে। ভবিষ্যতে আরও উপরে উঠবে।

সুত্র

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।